তৃতীয় সন্তানের জন্মের তারিখ নিয়ে ভুল তথ্য, পদ খোয়ালেন স্বাধীনবাজার জিপির গ্রুপ সদস্যা দিলারা

বরাক তরঙ্গ, ২৬ ডিসেম্বর : তৃতীয় সন্তানের জন্মের তারিখ নিয়ে ভুল তথ্য দিয়েছিলেন। তাই এবার বাতিল করা হলো কাছাড়ের সোনাই স্বাধীনবাজার জিপির ৬ নম্বর গ্রুপ সদস্যা দিলারা বেগম লস্করের পদ। কাছাড়ের জেলা কমিশনার মৃদুল যাদব এক নির্দেশে তার মেম্বার পদ বাতিল করেছেন।

১২০ ভোটের ব্যবধানে তিনি হারিয়েছিলেন আরেক হালিমা বেগম লস্করকে। বুধবার একটি স্পিকিং অর্ডার জারি করে দিলারার সদস্য পদ খারিজ করেন কাছাড়ের জেলা কমিশনার মৃদুল যাদব।

উল্লেখ্য,  নির্বাচনে হারের পর দিলারার জয়ের বৈধতাকে চ্যালেঞ্জ করেন হালিমা। এ মর্মে সোনাই বিডিও, কাছাড় জেলা পরিষদের সিইও এবং জেলা কমিশনারের কাছে অভিযোগনামা দাখিল করে হালিমার পক্ষ। অভিযোগ করা হয়, নির্বাচনী হলফনামায় সন্তান সংক্রান্ত মিথ্যে তথ্য দিয়েছেন দিলারা। দু’সন্তান নীতির কোপ থেকে বাঁচতে তৃতীয় সন্তানের জন্মের প্রমাণপত্রও জাল করেছেন।

অভিযোগ পেয়ে পুরো ঘটনার তদন্তভার সোনাই পুলিশকে দেন বিডিও মুকুল বসুমাতারি। পুলিশি তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়। সোনাই বিডিও ব্যাপারটি জেলাপরিষদের সিইও-কে জানান। এর প্রেক্ষিতে অভিযোগকারী পক্ষ ও দিলারাকে শুনানিতে ডাকেন সিইও। পৃথক তারিখে দু’দফা শুনানির আয়োজন করা হলেও তাতে হাজির হননি দিলারা। এমনকী শুনানির নোটিশও গ্রহণ করেননি তিনি। অপরদিকে ওই দুই তারিখেই শুনানিতে হাজির হন অভিযোগকারী পক্ষ ও সোনাই বিডিও।

অবশেষে জেলা কমিশনার একতরফাভাবে ব্যবস্থা নেন এবং দিলারাকে অযোগ্য ঘোষণা করেন। জেলা কমিশনারের এ রায়কে স্বাগত জানিয়েছে অভিযোগকারী পক্ষ। তবে দিলারা বা তাঁর পক্ষের কারও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *