চুরাইবাড়িতে লরি থেকে গাঁজা উদ্ধার, গ্রেফতার তিন
বরাক তরঙ্গ, ৯ সেপ্টেম্বর : অসম-ত্রিপুরা সীমান্তে চুরাইবাড়ি ওয়াচ পোস্টের পুলিশের তল্লাশিতে ফের লরি থেকে চল্লিশ লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার। পাশাপাশি এ পাচারকান্ডে জড়িত থাকা তিন জনকে আটক করে পুলিশ।
জানা গেছে, অভিনব কায়দায় ত্রিপুরা থেকে অসমে গাঁজা পাচার করার পথে একটি বার চাকার লরিতে তল্লাশি চালিয়ে প্রায় চল্লিশ লক্ষ টাকার গাঁজা সহ এতে জড়িত সন্দেহে তিন জনকে আটক করেছে বাজারিছড়ার চুরাইবাড়ি পুলিশ। গোপন খবরের ভিত্তিতে শনিবার সকালে চুরাইবাড়ি পুলিশ ওয়াচ পোস্টের ইনচার্জ প্রণব মিলি দলবল নিয়ে চেকিংয়ে ত্রিপুরা থেকে অসমে প্রবেশ করা টিআর ০১ এএস ১৮১১ নম্বরের খালি লরিতে তল্লাশি করলে গোপন চেম্বার থেকে ৬৬টি প্যাকেটে চার কুইন্টাল গাঁজা উদ্ধার হয়। যার কালোবাজারি মূল্য চল্লিশ লক্ষ টাকার মত হবে বলে পুলিশ জানিয়েছে।
এ কাণ্ডে জড়িত সন্দেহে লরির চালক সহ আরও দুজনকে আটক করেছে পুলিশ।ধৃতদের মধ্যে রয়েছে প্রদীপ বিশ্বাস, মিন্টু চৌধুরী ও সুজিতকুমার নাথ।ধৃতদের বাড়ি ত্রিপুরায়। পুলিশ তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।