রামকৃষ্ণনগরে তিন দিনব্যাপী জরুরী ব্যবস্থাপনা মহড়া সম্পন্ন

জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৫ ডিসেম্বর : প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় প্রস্তুতি ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে রামকৃষ্ণনগর সার্কলের উদ্যোগে এবং শ্রীভূমি জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও অসম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সহায়তায় রামকৃষ্ণনগর বিদ্যাপীঠে আয়োজিত তিন দিনব্যাপী জরুরি ব্যবস্থাপনা মহড়া বুধবার সফলভাবে সমাপ্ত হয়েছে। গত ২২ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত রামকৃষ্ণনগর বিদ্যাপীঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ২২ ডিসেম্বর রামকৃষ্ণনগর বিদ্যাপীঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণনগর সার্কল আধিকারিক শৌভিক দত্ত।

অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রামকৃষ্ণনগর বিদ্যাপীঠের অধ্যক্ষ বিশ্বজিৎ নাথ, জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসার সিজু দাস, রামকৃষ্ণনগর সার্কলের ফিল্ড অফিসার মান্না দে এবং শ্রীভূমি জেলার অন্যান্য সার্কলের ফিল্ড অফিসার প্রীতম দে, নবকুমার দাস, আরিফুল হক, ফেরদৌসী রহমান লস্কর, সমাজকর্মী বিশ্বতোষ সেন, জেলা পরিষদ সদস্য প্রনব মুখার্জি, জেলা পরিষদ সদস্য পঙ্কজ কুমার শর্মা এবং রামকৃষ্ণনগর অগ্নি ও জরুরী পরিষেবার আধিকারিকগন। এই তিন দিনে মোট ১৫৫ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন। এই মহড়ায় শিক্ষা, স্বাস্থ্য, জনস্বাস্থ্য কারিগরি, নারী ও শিশু উন্নয়ন, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, সমাজকল্যাণ, পূর্ত, পুলিশ, এসডিআরএফ, এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা যোগদান করেন।

এতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন মোস্তফা আহমেদ, চয়ন বণিক, সিদ্ধার্থ দাস,আরিফুল হক। প্রশিক্ষণ পর্বে মূলত চারটি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হয়। যার মধ্যে ত্রাণ ও সাড়া প্রদানের ক্ষেত্রে সমন্বয় সাধন।প্রাথমিক অনুসন্ধান ও উদ্ধার অভিযান। শিশুকেন্দ্রিক জরুরি প্রস্তুতি এবং জরুরি অবস্থায় পানীয় জল ও স্যানিটেশনের ব্যবস্থা। কর্মসূচির দ্বিতীয় দিনে অর্থাৎ ২৩ ডিসেম্বর একটি টেবিল টপ এক্সারসাইজ বা কাল্পনিক দুর্যোগ পরিস্থিতির উপর ভিত্তি করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া ওইদিনই রামকৃষ্ণনগর বিদ্যাপীঠের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে একটি অগ্নি নির্বাপক মহড়া এবং ভূমিধস মোকাবিলা মহড়া সফল ভাবে সম্পন্ন হয়।​ ২৪ ডিসেম্বর সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ অংশগ্রহণকারী প্রতিনিধিদের হাতে শংসাপত্র তুলে দেন। উপস্থিত অতিথিরা দুর্যোগকালীন পরিস্থিতিতে প্রাণ ও সম্পদ রক্ষায় এই ধরনের মহড়া ও প্রশিক্ষণের গুরুত্বের কথা তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *