পিএনসি, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ২৫ ডিসেম্বর : রাতের বেলায় গুয়াহাটি এবং সাইরাঙের মধ্যে চলাচলকারী ট্রেন পয়লা জানুয়ারি থেকে দিনের বেলায় চলাচল করানোর সিদ্ধান্তে হাইলাকান্দি জেলার ট্রেন যাত্রীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
এই সঙ্গে রেলওয়ে বুধবার এক বিজ্ঞপ্তিতে ঘোষণা করেছে যে নতুন সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে গুয়াহাটি এবং বদরপুরের মধ্যে ভিস্তাডোম ট্রেনের সেবাও পয়লা জানুয়ারি থেকে স্থায়ীভাবে বাতিল করা হবে।
হাইলাকান্দি জেলার ট্রেন যাত্রীরা অভিযোগ করেছেন যে বর্তমানে রাতে ট্রেন থাকায় গুয়াহাটি যাওয়া এবং পরের দিন রাতে বাড়ি ফিরে আসা সহজ ছিল। তবে পয়লা জানুয়ারি থেকে নতুন সময়সূচী অনুসারে দিনের বেলা ট্রেন চালানো শুরু হলে, গুয়াহাটিতে যাতায়াতকারী মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন।
তাই, হাইলাকান্দির বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান করিমগঞ্জ লোকসভা সদস্য কৃপানাথ মালা এবং রেলওয়ে জেআরইউসিসি সদস্য ড. হারাণ দে-এর সাথে যোগাযোগ করেছেন এবং বর্তমান সময়সূচী অনুসারে রাতে ট্রেন চালানোর জন্য রেলওয়েকে চাপ দেওয়ার জন্য অনুরোধ করেছেন।
এদিকে, ডিমা হাসাও জেলার কিছু দল বা সংগঠন ভ্রমণকারী পর্যটকদের জন্য সপ্তাহে দুবার গুয়াহাটি এবং বদরপুরের মধ্যে চলাচল কারী ভিস্তাডম ট্রেন পরিষেবা স্থায়ীভাবে বন্ধ করার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে। এই পরিষেবা বন্ধ হলে পর্যটন শিল্প ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা রয়েছে।


