হাইলাকান্দিতে রেহাই মূল্যের সামগ্রী বণ্টন শুরু

জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ১০ নভেম্বর : হাইলাকান্দি জেলার ৭৩৪টি ন্যায্য মূল্যের দোকানে (রেশন দোকান) সোমবার থেকে রেহাই মূল্যের মশুর ডাল, চিনি এবং লবণ বিতরণ শুরু হয়েছে। এই উপলক্ষে জেলার ৭৩৪টি রেশন দোকানে সোমবার সকাল দশটায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উল্লেখ্য, চলতি  মাসের  সামগ্রী গুলি ২০ নভেম্বর পর্যন্ত দেওয়া হবে। সোমবার উদ্বোধনের দিন  জেলার সব রেশন দোকানে গুয়াহাটি থেকে মুখ্যমন্ত্রীর কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠান লাইভ স্ট্রিমিং করে দেখানো হয়। সাংসদ কৃপানাথ মালা, জেলা কমিশনার অভিষেক জৈনকে সঙ্গে নিয়ে কয়েকটি রেশন দোকান পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি জানান সাধারণ মানুষ খুব খুশি। অরুণোদয়ের অর্থ পাচ্ছে, বিনামূল্যে চাল পাচ্ছে এবং ১১৭ টাকায় তিনটি সামগ্রী পাচ্ছে।।
উল্লেখ্য, প্রতি কেজি ডাল ৬৯ টাকা, চিনি ৩৮ টাকা এবং লবণ ১০ টাকা করে রেহাই মূল্যে বন্টন করা হবে। খাদ্য সুরক্ষার কার্ড  যাদের আছে কেবল তারাই এই সামগ্রী পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *