অ্যাম্বুলেন্সে মৃত শিশুর জন্ম, শ্রীভূমিতে বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে উত্তেজনা

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৫ ডিসেম্বর : শ্রীভূমির কানিশাইল এলাকায় বেসরকারি লাইফ লাইন হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে প্রাণ হারাল এক নবজাতক। এমন অভিযোগে উত্তেজনা সৃষ্টি হয়। ভুল চিকিৎসা ও চিকিৎসকের গাফিলতির অভিযোগে ক্ষোভে ফেটে পড়েন রোগীর আত্মীয় ও স্থানীয় বাসিন্দারা। শ্রীভূমি জেলা সদরে এমন এক হৃদয়বিদারক ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা দেখা দিয়েছে। উত্তেজিত জনতা হাসপাতালের চিকিৎসক ও কর্তৃপক্ষের বিরুদ্ধে স্লোগান তুলতে থাকেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় শ্রীভূমি থানার পুলিশ এবং আধাসামরিক বাহিনী। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে।

ঘটনার বিবরণ অনুযায়ী, বারইগ্রাম এলাকার এক ছয় মাসের অন্তঃসত্ত্বা মহিলার হঠাৎ করে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। বিষয়টি নিয়ে পরিবারের লোকজন দ্রুত প্রসূতি চিকিৎসকের সঙ্গে ফোনে যোগাযোগ করেন। অভিযোগ, চিকিৎসক রোগীকে সরকারি হাসপাতালে পাঠানোর পরিবর্তে বেসরকারি লাইফ লাইন হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। রোগীকে লাইফ লাইন হাসপাতালে ভর্তি করার পর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। লাগাতার রক্তক্ষরণ হলেও হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও নার্সদের বারবার জানানো সত্ত্বেও তারা বিষয়টিকে গুরুত্ব দেয়নি বলে অভিযোগ তুলেছেন রোগীর আত্মীয়রা। তাঁদের দাবি, সময়মতো সঠিক চিকিৎসা দেওয়া হলে এই মর্মান্তিক পরিণতি এড়ানো যেত।

বৃহস্পতিবার সকালে রোগীর অবস্থার আরও অবনতি হলে আবারও প্রসূতি চিকিৎসক এসএস পালের সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়। তখন তিনি রোগীকে একটি ইনজেকশন দেওয়ার নির্দেশ দেন বলে অভিযোগ। এরপর সোনোগ্রাফি করানোর জন্য রোগীকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু পথেই ঘটে যায় ভয়াবহ ঘটনা। অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত শিশুর জন্ম হয়। লায়েক চৌধুরীর অভিযোগ, ওই ইনজেকশন দেওয়ার পরই তাঁর অনাগত সন্তানের মৃত্যু হয়। তিনি বলেন, বারবার বলার পরও চিকিৎসকরা গুরুত্ব দেননি। আজ আমার সন্তানের প্রাণ গেল চিকিৎসার গাফিলতিতে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের বা চিকিৎসকের কোন বয়ান পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *