প্রবীণ সাংবাদিক পরেশ দত্তের ৮৩তম জন্মদিন উদযাপন শিলচর প্রেস ক্লাবের

বরাক তরঙ্গ, ৩০ আগস্ট : প্রবীণ সাংবাদিক, গল্পকার পরেশ দত্তের ৮৩তম জন্মদিন উদযাপন করল শিলচর প্রেস ক্লাব। বুধবার সন্ধেয় পরেশ দত্তের শিলচর মেহেরপুরের বাড়িতে অত্যন্ত আনন্দঘন পরিবেশে প্রেস ক্লাবের উদ্যোগে তাঁকে সম্মাননা জ্ঞাপন করা হয়। বিশিষ্টজনেরা বলেন, দীর্ঘ কাল ধরে পরেশ দত্ত সাংবাদিকতা জগতকে যে ভাবে আলোকিত করে চলেছেন, এটা খুবই শ্লাঘার বিষয়। সকলেরই কায়মনোবাক্যে প্রার্থনা, পরেশ দত্ত শতায়ু হোন। পরেশ দত্ত বলেন, অনেক ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে পথ চলতে হলেও সাংবাদিকতাকে অন্তর দিয়ে ভালোবেসেই আঁকড়ে থেকেছেন। জীবন যে আনন্দময়, ৮৩তম জন্মদিনে এসে এটা ফের উপলব্ধি করলেন, বলেন আবেগাপ্লুত পরেশ দত্ত।

প্রবীণ সাংবাদিক পরেশ দত্তের ৮৩তম জন্মদিন উদযাপন শিলচর প্রেস ক্লাবের

প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শংকর দে বলেন, কিছু দিনের মধ্যে পরেশ দত্তকে নাগরিক সংবর্ধনা জ্ঞাপন করা হবে। জন্মদিবস উদযাপন অনুষ্ঠানে শুভকামনা জানিয়ে বক্তব্য উপস্থাপন করেন ইউটিডিসি সভাপতি সঞ্জিত দেবনাথ, আকসা উপদেষ্টা রূপম নন্দীপুরকায়স্থ, বরাক নাগরিক সংসদের সংযোজক অধ্যাপক সুব্রত দেব, মহকুমা তফসিলি কল্যাণ পর্ষদের চেয়ারম্যান, আইনজীবী নীহাররঞ্জন দাস, দুই সদস্য মনমোহন রবিদাস ও রানু দাস, প্রেস ক্লাবের দুই সহ-সভাপতি বিকাশ চক্রবর্তী ও রীতেন ভট্টাচার্য, সাংবাদিক চয়ন ভট্টাচার্য, পরেশ দত্তের কন্যা পারমিতা ঘোষ, পুত্রবধূ কেয়া দত্ত প্রমুখ। ছিলেন পরেশ দত্ত, গৌরী দত্ত, পুত্র বশিষ্ঠ দত্ত, কন্যা সংহিতা দাশগুপ্ত, নাতনি অমৃতনয়নী দত্ত, সাংবাদিক বিপ্লবকান্তি দে,  নির্মল মালাকার, কুন্তল কুরি সহ অন্যরা।
প্রতিবেদক : বিশ্বজিৎ আচার্য, শিলচর।

Author

Spread the News