বছরে ৮২ বার আজান লাউডস্পিকারে, নির্দেশনা জারি

৩০ আগস্ট : লাউডস্পিকারে আজান সম্প্রচারে নতুন আইনি নির্দেশনা জারি হল যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। নির্দেশনায় বলা হয়েছে, বছরে ৮২ বার লাউডস্পিকারে আজান সম্প্রচার করা যাবে। নিউইয়র্কের মসজিদগুলোতে প্রতি শুক্রবার জুমার নামাজের আগে দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টার মধ্যে এবং পবিত্র রমজান মাসে প্রতিদিন সন্ধ্যায় ইফতার বা মাগরিবের নামাজের সময় উচ্চস্বরে আজান দিতে পারবেন মুয়াজ্জিন।

এই নতুন আইনি নির্দেশনা জারি করেছেন মেয়র এরিক অ্যাডামস এবং নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের (এনওয়াইপিডি) কমিশনার।

কিন্তু নিউইয়র্ক শহরের বসবাসকারী সব ধর্মকে সম্মান, সবার নিরাপদ এবং হয়রানিমুক্তভাবে সবার ঐতিহ্যকে অনুশীলন করতে দেওয়ার উদ্দেশ্যে মেয়র অ্যাডামস এ পদক্ষেপ নেন বলে জানা যায়। ২৯ আগষ্ট নিউইয়র্কের মসজিদগুলোতে বছরে ৮২ বার উচ্চস্বরে আজান সম্প্রচারে নতুন আইনি নির্দেশনা জারি করা হয়। ঘোষণার ফলে শহরে বসবাসকারী ১৫ লাখ মুসলমানের দ্বিধা-দ্বন্দ্ব দূর হবে বলে আশা করছে নগর কর্তৃপক্ষ। ছবি প্রতীকী।

Author

Spread the News