রোমাঞ্চকর ম্যাচে জয়ী জামালপুর, মাতৃভূমি-র সেমিতে স্থান

বরাক তরঙ্গ, ২৯ আগস্ট : কোয়ার্টার ফাইনাল পর্যায়ের খেলায় মঙ্গলবার এক শ্বাসরুদ্ধকর তথা রোমাঞ্চকর ম্যাচে জয়ী হল জামালপুর এফসি দল। এই জয়ের সুবাদে তৃতীয় দল হিসাবে চলতি মাতৃভূমি কাপ প্রাইজমানি নকআউট ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উঠল তারা। বেসরকারি সামাজিক সংগঠন মাতৃভূমি-র উদ্যোগে ধলাইর বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে এদিন প্রতিপক্ষ গুরুদয়ালপুর খাসিয়াপুঞ্জি দলকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে প্রবেশ করে তারা। টুর্নামেন্টের দুই শক্তিশালী দলের খেলা উপভোগ করতে এদিন মাঠে কম করেও পনেরো হাজার দর্শক উপস্থিত ছিলেন। 

এদিন খেলার প্রথমার্ধ্বে ১-০ গোলে এগিয়ে থাকে জামালপুর দল। টানটান উত্তেজনাপূর্ণ প্রথমার্ধ্বের খেলার ১৩ মিনিটের মাথায় জামালপুর দলের হয়ে আলফাত দুর্দান্ত গোল করে নিজের দলকে এগিয়ে দেন। সেমিফাইনালের টিকিট পেতে দ্বিতীয়ার্ধ্বের খেলায় দুটি দলই ময়দানে ঝাঁপিয়ে পড়ে। আত্মবিশ্বাসী জামালপুর দ্বিতীয়ার্ধ্বের খেলায় ব্যবধান বাড়ানোর চেষ্টায় ছিল অপরদিকে সমতায় ফিরতে মরিয়া হয়ে উঠে গুরুদয়ালপুর খাসিয়াপুঞ্জি দল। দ্বিতীয়ার্ধের খেলা শেষ হওয়ার এক মিনিটে আগে মাথাউ দুর্দান্ত গোল করে জামালপুর দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন। দুদলের তুমুল প্রতিদ্বন্দিতার পর শেষ পর্যন্ত সেমিফাইনাল নিশ্চিত হয় জামালপুরের। হারলেও দারুণ লড়াই করেছে গুরুদয়ালপুর খাসিয়াপুঞ্জি। 

রোমাঞ্চকর ম্যাচে জয়ী জামালপুর, মাতৃভূমি-র সেমিতে স্থান
খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হচ্ছেন অতিথি শিলচর সাব ডিভিশনাল এসটি ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান শোভিত বর্মণ।

উল্লেখ্য এদিনের খেলা পরিচালনা করেন শামীম আহমেদ বড়ভূইয়া।  সহযোগী ছিলেন কমরুজ্জামান লস্কর ও প্রবীন বর্মন। চতুর্থ রেফারি ছিলেন এলমিন খাসিয়া। এদিনের ম্যাচে সেরা খেলোয়াড় হিসাবে নির্বাচিত হন জামালপুর এফসি দলের খেলোয়াড় বিজেন্তা। তার হাতে ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার হিসাবে নির্মলা দাস মেমোরিয়াল ট্রফি তুলে দেন এদিনের অতিথি শিলচর সাব ডিভিশনাল এসটি ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান শোভিত বর্মণ ও ধলাই জিপি সভাপতি ভূষণ পাল। উল্লেখ্য ম্যান অব দ্যা ম্যাচ ট্রফি স্পন্সর করেন চপলকুমার দাস। বুধবার বেলা ২-৩০ মিনিটে চতুর্থ তথা অন্তিম কোয়ার্টার ফাইনালে কালাখাল ও রাজনগর এফসি দল পরষ্পরের মোকাবিলা করবে বলে জানিয়েছেন আয়োজক মাতৃভূমি-র ক্রীড়া সম্পাদক পিংকু বর্মণ। ম্যাচ শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মাতৃভূমি-র প্রধান সীতাংশু দাস। 

Author

Spread the News