প্রশাসনিক রদবদল, কাছাড়ের জেলা কমিশনার মৃদুল যাদব বদলি

বরাক তরঙ্গ, ২৫ ডিসেম্বর : সাম্প্রতিক হিংসাত্মক ঘটনার প্রেক্ষাপটে অসম সরকার রাজ্যে এক বড় প্রশাসনিক রদবদল করেছে। এই রদবদলের অংশ হিসেবে কার্বি আংলং জেলায় নতুন জেলা কমিশনার নিয়োগ করা হয়েছে। সরকারি নির্দেশ অনুযায়ী, কার্বি আংলং জেলার জেলা কমিশনার পদে কর্মরত নিরালা ফাংশোপি, ACS-কে স্থানান্তর করে হিল অ্যারিয়া বিভাগে অসম সরকারের অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে। তাঁর পরিবর্তে অরণ্যক সাইকিয়া, IAS (RR-2020), যিনি এর আগে কার্বি আংলংয়ে মুখ্য সচিবের স্টাফ অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন, তাঁকে নতুন জেলা কমিশনার হিসেবে নিযুক্ত করা হয়েছে। এই প্রশাসনিক রদবদলের আওতায় রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ জেলার একাধিক IAS ও ACS আধিকারিককে বদলি করা হয়েছে।

সুমিত সত্তাওয়ান, IAS, কামরূপ (মেট্রো) জেলার জেলা কমিশনারকে বদলি করে তিনসুকিয়া জেলার জেলা কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছে। অপরদিকে, তিনসুকিয়ার জেলা কমিশনার স্বপ্নীল পাল, IAS-কে বদলি করে কামরূপ (মেট্রো) জেলায় দায়িত্ব দেওয়া হয়েছে।

শিবসাগরের জেলা কমিশনার আয়ুষ গর্গ, IAS-কে কাছাড় জেলার জেলা কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছে। একই সঙ্গে কাছাড়ের জেলা কমিশনার মৃদুল যাদব, IAS-কে বদলি করে শিবসাগরের দায়িত্ব দেওয়া হয়েছে। ধুবড়ি জেলার জেলা কমিশনার দিবাকর নাথ, IAS-কে বদলি করে বঙাইগাঁওয়ে পাঠানো হয়েছে। বঙাইগাঁওয়ের জেলা কমিশনার নবাদীপ পাঠক, ACS-কে ধুবড়ি জেলার জেলা কমিশনার হিসেবে নিযুক্ত করা হয়েছে।

অন্য একটি পরিবর্তনে, দররাং জেলার জেলা কমিশনার পরাগ কুমার কাকতি, ACS-কে বদলি করে গোলাঘাট জেলার জেলা কমিশনার করা হয়েছে। গোলাঘাটের জেলা কমিশনার পুলক মহন্ত, ACS-কে অসমের কারা বিভাগের ইন্সপেক্টর জেনারেল হিসেবে নিয়োগ করা হয়েছে।

তামুলপুর জেলার জেলা কমিশনার পঙ্কজ চক্রবর্তী, ACS-কে বদলি করে কোকরাঝাড় জেলার জেলা কমিশনার করা হয়েছে। পাশাপাশি তাঁকে বোডোল্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ কলেজের ডিরেক্টর অব ট্রেনিং-এর অতিরিক্ত দায়িত্বও দেওয়া হয়েছে। পরিবেশ ও বন দপ্তরের যুগ্ম সচিব সিমি করণ, IAS-কে বদলি করে তামুলপুর জেলার জেলা কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছে।

এছাড়াও, কোকরাঝাড় জেলার জেলা কমিশনার মাসান্দা ম্যাগডালিন পার্টিন, IAS-কে বদলি করে অসম সরকারের অর্থ দপ্তরে যুগ্ম সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে। বিশেষ করে কার্বি আংলং জেলার ক্ষেত্রে এই প্রশাসনিক রদবদল অত্যন্ত সংবেদনশীল সময়ে করা হয়েছে। সাম্প্রতিক অশান্তির পর সেখানে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা এবং আইনশৃঙ্খলা বজায় রাখাই বর্তমানে প্রশাসনের প্রধান লক্ষ্য বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *