লেনদেন : গ্রেফতার বিজেপির বহিষ্কৃত নেত্রী তৃষ্ণা, নাম উঠে আসছে পূজারিরও
বরাক তরঙ্গ, ২৭ আগস্ট : অর্থের বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগে আরও এক বিজেপি নেত্রীকে গ্রেফতার করা হয়েছে। বিজেপি নেত্রী ইন্দ্রাণী তাহবিলদারের আত্মহত্যা বিজেপি সরকারের পরিচ্ছন্ন নিয়োগের ধরণকে উন্মোচিত করেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শনিবার সন্ধ্যায় প্রাক্তন বিজেপি নেত্রী তৃষ্ণা শর্মাকে গ্রেফতার করেছে চানমারি পুলিশ।
ইন্দ্রানীর আত্মহত্যার পর, ভাইরাল আপত্তিকর ছবি নিয়ে বেশ কয়েকজন বিজেপি নেতা-কর্মীকে জিজ্ঞাসাবাদ করেছে চানমারি পুলিশ। তদন্তে প্রকাশিত হয়েছে যে রাজ্যে অর্থের বিনিময়ে চাকরি বিক্রি এবং কেনা হচ্ছে। শনিবার সন্ধ্যায় বিজেপির বহিষ্কৃত ওই নেত্রীকে গ্রেফতার করা হয়।
জানা গিয়েছে, ইন্দ্রাণী ঘটনার মূল অভিযুক্ত অনুরাগ চালিহাকে চাকরির নামে ৪০ লক্ষ টাকা দিয়েছিলেন তৃষ্ণা শর্মা। তবে ইন্দ্রাণীর আত্মহত্যার পর ওই নেতা অনুরাগের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এবং তাকে টাকা দেওয়ার কথা সাংবাদিকদের সামনে স্বীকার করেন। পুলিশের তদন্তে জানা গেছে, তৃষ্ণা শর্মাও এই ব্যবসার সঙ্গে জড়িত।
এ দিকে, এই ঘটনায় শিকড় গেড়েছে বিজেপিতে। দ্বিবান ডেকা এবং অনুরাগ চালিহা পুলিশের জেরা নাম নেয় যোরহাট লোকসভা কেন্দ্রের টিকিট প্রত্যাশী বিজেপি নেতা শান্তনু পূজারির। বিজেপির আসাম প্রদেশ অফিসের চেয়ারম্যান এবং এআইআইডিসি চেয়ারম্যান।
এছাড়াও আরও কয়েকটি পদে তার নাম রয়েছে। দুই অভিযুক্ত বলেছেন, শান্তনু পূজারি চাকরিপ্রার্থীদের কাছ থেকে লাখ লাখ টাকা আদায় করেছিলেন। ইন্দ্রাণী তহবিলদারের ভাইরাল ছবির সঙ্গে জড়িত বিজেপি নেতাও।