বোয়ালি আইটিআই সংস্কারে ২ কোটি টাকার কাজের শিলান্যাস বিধায়কের
বরাক তরঙ্গ, ২৪ ডিসেম্বর : সোনাইয়ের বোয়ালী আইটিআই ভবন সংস্কার কাজের শিলান্যাস অনুষ্ঠিত হল বুধবার সন্ধ্যায়। প্রায় ২ কোটি টাকারও বেশি ব্যয়ে এই সংস্কার কাজের সূচনা করেন স্থানীয় বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া।
অনুষ্ঠানে উপস্থিত থেকে শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য বলেন, বিরোধী দলের বিধায়ক হয়েও সোনাইবাসীর উন্নয়নের স্বার্থে বিজেপি সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কাজ করে চলেছেন বিধায়ক। উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে আগামী দিনেও সরকারের পাশে থেকে কাজ করার মনোভাব ব্যক্ত করেন তিনি।
সাংসদ পরিমল শুক্লবৈদ্য বলেন, জনগণের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়ার মূল উদ্দেশ্যই হলো উন্নয়নমূলক কাজ করা। সেই কারণেই জনস্বার্থে হিসেব-নিকেশ করে সরকারের সঙ্গে সুসম্পর্ক রেখে চলছেন বিধায়ক। তিনি বলেন, বর্তমানে রাজ্যে এআইইউডিএফ কার্যত নেই বললেই চলে, তাই বিকল্প পথ গ্রহণ করতেই হচ্ছে। ইঙ্গিতপূর্ণ বক্তব্যে তিনি বিগত লোকসভা নির্বাচনের প্রসঙ্গ তুলে ধরে বলেন, সঠিক বিনিময়ের ফলেই বিরোধী দলের বিধায়ক হয়েও প্রায় ১২০০ কোটি টাকার উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। এর মধ্যেই রয়েছে বোয়ালী আইটিআই প্রকল্প। তিনি আশা প্রকাশ করেন, এই অর্থের মাধ্যমে প্রতিষ্ঠানটি পূর্ণরূপে চালু করা সম্ভব হবে।

অনুষ্ঠানে সোনাইয়ের বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া তাঁর বক্তব্যে বিগত সাড়ে চার বছরে এলাকার উন্নয়ন কাজের বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, রাজনৈতিকভাবে ভিন্ন মেরুতে অবস্থান করলেও উন্নয়নের স্বার্থে সুসম্পর্ক বজায় রাখার ফলেই প্রায় ১২০০ কোটি টাকার কাজ এলাকায় আনা সম্ভব হয়েছে। মুখ্যমন্ত্রীর প্রশংসা করে তিনি বলেন, তাঁর সদিচ্ছার ফলেই সোনাইয়ে ডিসি অফিস ও সার্কিট হাউস নির্মাণের কাজ এগিয়ে চলছে। পাশাপাশি ভারতমালা প্রকল্পের কাজ এবং সোনাবাড়িঘাট সেতুর নির্মাণ কাজ আগামী ফেব্রুয়ারি মাসে চালু হবে বলে তিনি জানান।
বোয়ালী আইটিআই প্রসঙ্গে তিনি বলেন, আগামী বছর থেকে প্রতিষ্ঠানটি চালু করা হবে। ছয় মাসের মধ্যে সংস্কার কাজ সম্পূর্ণ হবে এবং আগস্ট মাস থেকে প্রথম পর্যায়ের ছাত্রছাত্রীদের ভর্তি প্রক্রিয়া শুরু হবে। এ ছাড়া সভায় আরও বক্তব্য রাখেন বিজেপির রামনগর মণ্ডল সভাপতি লায়েম্ব সিংহ, জেলা পরিষদ সদস্য সাহিন আহমেদ লস্কর, সুফিয়ান আহমেদ লস্কর, সামসুল ইসলাম বড়ভূইয়া প্রমুখ।


