জোড়-বেজোড় নিয়ে মাথায় হাত মালিক সংস্থার

বরাক তরঙ্গ, ২৩ আগস্ট : ই-রিস্কা জোড়-বেজোড়, মাথায় হাত মালিক সংস্থার। শহরে ই-রিস্কা জোড়-বেজোড় করে চালানোর নির্দেশে বিপদে পড়েছে কাছাড় ই-রিস্কা ওনার্স অ্যাসোসিয়েশনে। ফলে তাদের পরিবারের ভোরনপোষন জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে। এছাড়া কিস্তিতে খরিদ করা গাড়ির কিস্তি পরিশোধ করতে ও ব্যঘাত হচ্ছে। এমন অবস্তার কথা জানিয়েছেন সংস্থার সভাপতি উত্তম দাস।

তিনি জেলাশাসকের প্রতি আবেদন রাখেন, শহরের বেশিরভাগ ইরিস্কা বাইরে থেকে এসে জানযট তৈরি করে, তিনি দাবি রাখেন শহরের পুরো এলাকায় থাকা ই-রিস্কা গুলোকে প্রতিদিন চলতে দেওয়া নাহলে তারা গাড়ির কিস্তি পরিশোধ করতে পরবেননা। এমতাবস্থায় তাদের সংস্থার ইরিস্কা গুলো জেলা প্রশাসনের কাছে সমঝে দেবেন তারা।

Author

Spread the News