বরাক তরঙ্গ, ২৪ ডিসেম্বর : মরিগাঁও জেলার মৈরাবাড়িতে বাংলাদেশপ্রেমী এক যুবককে গ্রেফতার করে পুলিশ। সম্প্রতি বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের ঘটনাকে সমর্থনে সামাজিক মাধ্যমে একটি ভুয়া অ্যাকাউন্ট খুলে পোস্ট দেন যুবকটি। তার পরেই গ্রেফতার হয় যুবক। যুবকটি মৈরাবাড়ি অঞ্চলের ভেলৌগুড়ি থানার অন্তর্গত হাঁহচরা গ্রামের বাহার উদ্দিন বলে জানা গেছে। অভিযোগ অনুযায়ী, ধৃত যুবকটি দীর্ঘদিন ধরে সামাজিক মাধ্যমে উত্তেজনাপূর্ণ মন্তব্য করে আসছিল। একইভাবে সর্বশেষে বাংলাদেশের অমানবীয় ঘটনাকে সমর্থন করে আবারও সামাজিক মাধ্যমে মন্তব্য প্রদান করায় বুধবার ভেলৌগুড়ি থানার পুলিশে একটি অভিযান চালিয়ে যুবকটিকে গ্রেফতার করতে সক্ষম হন।
এদিকে, বাংলাদেশের অমানবীয় ঘটনাকে নিন্দা জানিয়েছে মুসলিম ছাত্র সংস্থা, অসম। এরকম অমানবিক কাজের সমর্থনকারী যুবকটির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সংগঠনের সভাপতি আশিক রাব্বানি।


