সোনাবাড়িঘাট মণ্ডল সমল কেন্দ্রের সম্প্রদায় উৎসব অনুষ্ঠিত
বরাক তরঙ্গ, ২৪ ডিসেম্বর : মানসিক বিকাশ ও নিজস্ব কৃষ্টি সংস্কৃতিকে আরও শক্তিশালী করে তোলে সম্প্রদায় উৎসব। বুধবার সোনাবাড়িঘাট মণ্ডল সমল কেন্দ্রের সম্প্রদায় উৎসবে এ কথা বলেন সোনাই খণ্ড শিক্ষাধিকারিক নন্দিতা মুখার্জি। এ দিন সোনাবাড়িঘাট এমভি স্কুলের ব্যবস্থায় ক্লাস্টারের ১১টি স্কুলের সমন্বয়ে সম্প্রদায় উৎসব ২০২৫-২৬ অনুষ্ঠিত হল। এদিন স্কুল প্রাঙ্গণে ময়ীনুল হক চৌধুরী মার্কেট শেডে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে সম্পন্ন হয় এই উৎসব।

উৎসবে মুখ্য অতিথি রূপে মঞ্চে ছিলেন সোনাই বিইইও নন্দিতা মুখার্জি। এ ছাড়া জননেতা হক চৌধুরীর তনয় শাহারিয়ার মঈন চৌধুরী বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মঞ্চে ছিলেন প্রাক্তন বিশিষ্ট শিক্ষক আজিজুর রহমান চৌধুরী, শিক্ষক এসএম ফিরোজ আহমদ লস্কর, এমভি স্কুলের প্রধান শিক্ষক মজিবুর রহমান চৌধুরী, স্কুল পরিচালন সমিতির সভাপতি সমসুর উদ্দিন আহমদ প্রমুখ। বিইইও মুখার্জি বলেন, এই উৎসবের মাধ্যমে পড়ুয়া থেকে শুরু করে সবার মধ্যে এক্যবদ্ধের ভাব গড়ে তোলা হয়। এছাড়াও হারিয়ে যাওয়া নিজস্ব কৃষ্টি সংস্কৃতি উপস্থাপন করা হয় যাতে পড়ুয়ারা সেগুলো দেখে তাদের বৌদ্ধিক দিক আরও সম্ভার হয়। তিনি এও বলেন, এই উৎসব সমগ্র অসম সর্বশিক্ষা মিশনের অর্থে আয়োজন করা হয়।

এদিনের উৎসবে প্রদর্শনী ও পড়ুয়াদের সাংস্কৃতিক অনুষ্ঠান বেশি নজর কাড়ে। প্রদর্শনীতে বিভিন্ন সম্প্রদায়ের গ্রামীণ ঐতিহ্যগুলো ফুটে উঠে। হালচাষের লাঙ্গল, মই ইত্যাদি উপস্থাপন করা হয়। কুটির শিল্প হিসেবে বাঁশবেতের তেরি সামগ্রীও দেখা যায়। ছিল মণিপুরি হস্তশিল্প। এ ছাড়া পিঠেপুলিও নিয়ে আসা হয়। বিভিন্ন ধান প্রদর্শন করা। শৈশবে মাটির তৈরি করার খেলনাও ছিল। এই প্রদর্শনী সবার মন কেঁড়ে নিতে সক্ষম হয়। বিভিন্ন স্কুলের পড়ুয়ারা সাংস্কৃতিক অনুষ্ঠানে নিজস্ব সংস্কৃতি তুলে ধরে। সাংস্কৃতিক অনুষ্ঠান সবাইকে মুগ্ধ করে।

অনুষ্ঠান শেষে ধন্যবাদসূচক বক্তব্য রাখেন সোনাবাড়িঘাট মণ্ডল সমল কেন্দ্রের সমন্বয়ক শাহা নুর লস্কর। গোটা অনুষ্ঠান সঞ্চালনা করেন এমভি স্কুলের শিক্ষিকা মণিদীপা সোম ও ১২১ নম্বর এলপি স্কুলের প্রধানশিক্ষক খালেদ হোসেন লস্কর। অনুষ্ঠানে কিংবদন্তি শিল্পী জুবিন গর্গের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। এবং জননেতা ময়ীনুল হক চৌধুরীর ছবি সহ জীবনের উল্লেখযোগ্য দিকগুলো থাকা একটি কার্ট আউট উন্মোচন করা হয়। উন্মোচন করেন বিইিও নন্দিতা মুখার্জি। উৎসবে ১১টি স্কুলের শিক্ষক শিক্ষিকা, সিআরসিসি, পড়ুয়া ও পরিচালন সমিতির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


