মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৪ ডিসেম্বর : ভারত-বাংলা সীমান্তবর্তী শ্রীভূমির মহিষাসন এলাকার মনতলী গ্রামে মধ্যরাতে ১৩ জন বাংলাদেশিকে আটক করেছে ভিলেজ ডিফেন্স পার্টি (VDP)। জানা গেছে, আটক ব্যক্তিরা বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে অসমের শ্রীভূমিতে প্রবেশ করেছিল। সেই সময় রাতের টহলদারিতে থাকা VDP সদস্যদের নজরে পড়ে। সঙ্গে সঙ্গে তাদের আটক করা হয়। পরে আটক ১৩ জন বাংলাদেশের নাগরিককে বিএসএফ এবং স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনায় নতুন করে প্রশ্ন উঠছে—কড়া নজরদারির পরেও কীভাবে এতজন বাংলাদেশি নাগরিক ভারতীয় সীমান্ত পেরিয়ে প্রবেশ করতে পারল?

সূত্রের খবর, আটক এই ১৩ জন বাংলাদেশি নাগরিককে সরকার গত ১৯ ডিসেম্বর বাংলাদেশে ফেরত পাঠিয়েছে।আটক হওয়া বাংলাদেশি নাগরিকদের মধ্যে সাতজনের নাম প্রকাশ্যে এসেছে। তারা হলেন মহম্মদ আব্বাস খান, আনোয়ার খান, তাহির আলি, রুস্তান আলি, আব্দুল আজিদ, ইদ্রিস আলি এবং আয়েশা খাতুন। ঘটনাটি ঘিরে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি উঠছে বিভিন্ন মহল থেকে।


