মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৩ ডিসেম্বর : বাংলাদেশের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশজুড়ে উত্তপ্ত পরিস্থিতি। এরই মধ্যে শ্রীভূমি শহরের কালীমহাবীর বাড়ি রোড এলাকা থেকে এক সন্দেহজনক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হওয়ায় তারা ওই ব্যক্তিকে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করেন। সন্তোষজনক উত্তর দিতে না পারায় এলাকাবাসী তাঁকে আটক করে তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শ্রীভূমি থানার পুলিশ এবং আটক ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয়। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তির নাম কমরুল ইসলাম। তিনি বাংলাদেশের সিলেট জেলার জকিগঞ্জ এলাকার বাসিন্দা বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
তল্লাশি চালিয়ে ধৃত ব্যক্তির কাছ থেকে বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়েছে, যা থেকে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের সন্দেহ আরও জোরালো হয়েছে। তবে তিনি কী উদ্দেশ্যে শ্রীভূমি এলাকায় এসেছিলেন, সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি।
পুলিশ ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে এবং তাঁর কাছে বৈধ পরিচয়পত্র বা ভ্রমণ সংক্রান্ত কোনও নথি রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের সঙ্গে কোনো চক্র জড়িত আছে কি না, সে বিষয়েও তদন্ত চলছে। এ ঘটনাকে কেন্দ্র করে শ্রীভূমি কালীমহাবীর বাড়ি রোড এলাকায় সাময়িক উত্তেজনা ছড়ালেও বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


