শ্রীভূমি কৃষি বিজ্ঞান কেন্দ্রে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিষাণ দিবস উদযাপিত

জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৩ ডিসেম্বর : কৃষি উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তায় কৃষকদের অমূল্য অবদানকে সম্মান জানাতে মঙ্গলবার শ্রীভূমি কৃষি বিজ্ঞান কেন্দ্রে যথাযোগ্য মর্যাদায় কিষাণ দিবস বা কৃষক দিবস পালন করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতে স্বাগত ভাষণের পর শ্রীভূমি কৃষি বিজ্ঞান কেন্দ্রের মুখ্য বিজ্ঞানী ও প্রধান ড. পি. চৌধুরী একটি অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। তিনি তাঁর বক্তব্যে কৃষক দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং বিকশিত ভারত – গ্রামীণ রোজগার ও জীবিকার গ্যারান্টি মিশনের উপর আলোকপাত করেন।

ড. চৌধুরী দেশ গঠনে কৃষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে বলেন, খামারের উৎপাদনশীলতা এবং আয় বৃদ্ধির জন্য আধুনিক কৃষি পদ্ধতি, টেকসই চাষাবাদ এবং উন্নত প্রযুক্তির ব্যবহার এখন সময়ের দাবি। এদিনের অনুষ্ঠানে মোট ৯৩ জন কৃষক অত্যন্ত উৎসাহের সাথে অংশগ্রহণ করেন, যার মধ্যে ২৭ জন পুরুষ এবং ৬৬ জন মহিলা কৃষক ছিলেন। এছাড়াও কৃষি বিজ্ঞান কেন্দ্রের ১০ জন পদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন। এতে কৃষিকাজে বিশেষ নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে জেলায় কৃষি উন্নয়নে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ১০ জন প্রগতিশীল কৃষককে ঐতিহ্যবাহী গামছা এবং প্রশংসাপত্র দিয়ে সংবর্ধিত করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে বিজ্ঞানী ও কৃষকদের মধ্যে একটি প্রাণবন্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেখানে কৃষকরা তাঁদের অভিজ্ঞতার কথা জানান এবং বিজ্ঞানীরা কৃষকদের বিভিন্ন সমস্যার সমাধান ও আধুনিক পরামর্শ প্রদান করেন। এই উদযাপনের মাধ্যমে কৃষি গবেষণা প্রতিষ্ঠানের সাথে কৃষক সমাজের সেতুবন্ধন আরও দৃঢ় হয়েছে। কৃষকদের কল্যাণে এবং কৃষির সার্বিক অগ্রগতিতে শ্রীভূমি কৃষি বিজ্ঞান কেন্দ্রের অঙ্গীকার এই অনুষ্ঠানের মাধ্যমে পুনরায় প্রতিফলিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *