ভিন জাতের যুবককে বিয়ে, অন্তঃসত্ত্বা মেয়েকে কুপিয়ে খুন, ধৃত বাবাসহ ৩

২৩ ডিসেম্বর : ভিন জাতের যুবককে বিয়ে করায় অন্তঃসত্ত্বা মেয়েকে কুপিয়ে খুন করল তাঁর বাবা। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে, কর্ণাটকের হুব্বাল্লি মহকুমার ইনামপুরভিল্লা গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত তরুণী মান্য প্যাটেল (১৯)  সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। পরিবারের অভিযোগ, পরিবারের প্রবল আপত্তি সত্ত্বেও যুবতী চলতি বছরে মে মাসে ভিন জাতের যুবক বিবেকানন্দ দোদামানিকে বিয়ে করেছিলেন। বিয়ের পরে থেকেই নিজেদের বাড়ি ছেড়ে হাভেরি জেলায় থাকছিলেন দম্পতি। ডিসেম্বরের ৮ তারিখে দোদামানি স্ত্রীকে নিয়ে তাঁর ইনামপুরভিল্লায় নিজের বাড়িতে ফেরেন।

বিবেকানন্দর বাড়িতে ফেরার খবর পেয়ে মেয়ের শ্বশুরবাড়িতে চড়াও হন মান্যর বাবা এবং তাঁর পরিবারের লোকজন। রবিবার সন্ধ্যায় মান্যর বাবা এবং বেশ কয়েকজন আত্মীয় লোহার রড নিয়ে তরুণীর ওপর চড়াও হন। অন্তঃসত্ত্বা মান্যকে বাঁচাতে গিয়ে তাঁর শাশুড়িও গুরুতর জখম হন। আশঙ্কাজনক অবস্থায় মান্যকে হাসপাতালে ভর্তি করা হলে ওই রাতেই তিনি মারা যান। বর্তমানে তাঁর শাশুড়ি হাসপাতালে চিকিৎসাধীন।

দম্পতি আগে থেকেই নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত ছিলেন। প্রাণনাশের হুমকি পাওয়ায় তাঁরা প্রশাসনের শরণাপন্ন হয়েছিলেন। প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতিতে একটি আপস-মীমাংসা হওয়ার পর মাত্র কয়েক দিন আগেই তাঁরা গ্রামে ফিরেছিলেন। কিন্তু সেই সমঝোতাকে ঢাল হিসেবে ব্যবহার করে যে হত্যার ছক সাজানো হয়েছিল, তা কেউ আঁচ করতে পারেননি।

ধারওয়াড়ের পুলিশ সুপার গুঞ্জন আর্য সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “এটি একটি সুস্পষ্ট অনার কিলিংয়ের ঘটনা। অভিযুক্ত বাবা সহ তিনজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে।” ঘটনার গুরুত্ব বিচার করে একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করেছে হুব্বালি গ্রামীণ পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *