২২ ডিসেম্বর : মাঝ আকাশেই ছন্দপতন! ওড়ার কিছুক্ষণের মধ্যেই গুরুতর যান্ত্রিক গোলযোগ এয়ার ইন্ডিয়ার বিমানে (Air India)। পরিস্থিতি এতটাই বেগতিক হয় যে, মাঝ আকাশ থেকেই বিমান ঘুরিয়ে তড়িঘড়ি দিল্লিতে জরুরি অবতরণ (Emergency landing) করান পাইলটরা। কিন্তু ঠিক কী ঘটেছিল?
সূত্রের খবর, সোমবার ভোর ৩টা ২০ নাগাদ দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মুম্বইয়ের উদ্দেশে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৭৭ (এআই-৮৮৭) বিমানটি (Delhi-Mumbai flight)। কিন্তু উড়ানের কিছুক্ষণের মধ্যেই পাইলট লক্ষ্য করেন, বিমানের ডান দিকের ইঞ্জিনে (বিমানের দ্বিতীয় ইঞ্জিন) তেলের চাপ (Oil Pressure) অস্বাভাবিক হারে কমে যাচ্ছে। পরিস্থিতি খতিয়ে দেখতে দেখতেই তেলের চাপ নেমে আসে শূন্যে। এরপরই ওই ইঞ্জিনটি বন্ধ করে দেওয়া হয়। সেই সঙ্গে আর কোনও ঝুঁকি না নিয়ে তৎক্ষণাৎ বিমানটিকে দিল্লিতে ফিরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন পাইলটরা। অবশেষে পাইলটদের তৎপরতায় দিল্লিতে নিরাপদে অবতরণ করে বিমানটি। বিমানে থাকা যাত্রী এবং ক্রু সদস্যরা সুরক্ষিতই রয়েছেন।
এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বিমানটির মেরামতের কাজ চলছে। অন্যদিকে, বিকল্প বিমানে করে যাত্রীদের মুম্বইয়ে পাঠানো হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত বিভ্রাটের জন্য যাত্রীদের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে, এই ঘটনার গুরুত্ব বুঝে ইতিমধ্যেই নড়েচড়ে বসেছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। এয়ার ইন্ডিয়ার কাছে ঘটনার বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে। পাশাপাশি বিমান নিয়ামক সংস্থা ডিজিসিএ (DGCA)-কে গোটা বিষয়টির পুঙ্খানুপুঙ্খ তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ওই বিমানটিতে রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কোনও খামতি ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।


