মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২২ ডিসেম্বর : শ্রীভূমি জেলার পাথারকান্দি বিধানসভা কেন্দ্রে বিজেপির তথ্যপ্রযুক্তি ও সামাজিক মাধ্যম বিভাগকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ শিবির পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের বিজেপির তথ্যপ্রযুক্তি ও সামাজিক মাধ্যম বিভাগকে আরও সংগঠিত ও শক্তিশালী করে তোলার লক্ষ্যে সোমবার এক গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। পাথারকান্দি মণ্ডল বিজেপি কার্যালয়ে পাথারকান্দি মণ্ডল ও লোয়াইরপোয়া মণ্ডল বিজেপির যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণ শিবিরে তথ্যপ্রযুক্তি (আইটি) সেল ও সামাজিক মাধ্যম (সোশ্যাল মিডিয়া) সেলের কার্যকর্তারা অংশগ্রহণ করেন।এই প্রশিক্ষণ শিবিরের মূল উদ্দেশ্য ছিল দলীয় কার্যকর্তাদের তথ্যপ্রযুক্তি ও সামাজিক মাধ্যম ব্যবহারে আরও দক্ষ করে তোলা, বিজেপির আদর্শ, কর্মসূচি ও উন্নয়নমূলক কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে ডিজিটাল মাধ্যমে আরও কার্যকর, দ্রুত ও বিশ্বাসযোগ্যভাবে পৌঁছে দেওয়া এবং ভবিষ্যতের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় একটি সুসংগঠিত, দায়িত্বশীল ও শক্তিশালী আইটি সোশ্যাল মিডিয়া টিম গড়ে তোলা।
শিবিরে উপস্থিত নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, বর্তমান ডিজিটাল যুগে তথ্যপ্রযুক্তি ও সামাজিক মাধ্যম রাজনৈতিক ও সাংগঠনিক কাজের ক্ষেত্রে এক শক্তিশালী মাধ্যম হিসেবে আত্মপ্রকাশ করেছে। সমাজের প্রতিটি স্তরের মানুষের কাছে দলের নীতি, আদর্শ, সংগঠনের কর্মসূচি ও সরকারের উন্নয়নমূলক কাজ সঠিক তথ্যের মাধ্যমে পৌঁছে দিতে আইটি ও সোশ্যাল মিডিয়া সেলের ভূমিকা অপরিসীম। তাঁরা কার্যকর্তাদের দায়িত্বশীলতা, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার পাশাপাশি গঠনমূলক ও ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়ার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।উক্ত প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন লোয়াইরপোয়া মণ্ডল বিজেপির সভানেত্রী সম্পারানি চৌধুরী, পাথারকান্দি মণ্ডল বিজেপির সভাপতি শশীবাবু সিনহা, শ্রীভূমি জেলা বিজেপির উপ-সভাপতি শীবুল নন্দী, শ্রীভূমি জেলা বিজেপির সাধারণ সম্পাদক জয়শঙ্কর চক্রবর্তী।
এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীভূমি জেলা বিজেপির তথ্যপ্রযুক্তি (আইটি) বিভাগের আহ্বায়ক দীপজয়, সামাজিক মাধ্যম বিভাগের আহ্বায়ক কাজল শুক্লবৈদ্য, তথ্যপ্রযুক্তি বিভাগের আহ্বায়ক মৌসম যাদব, সামাজিক মাধ্যম বিভাগের সদস্য শ্রী সিতাংশু শেখর চৌধুরী, তথ্যপ্রযুক্তি বিভাগের সহ-প্রভারী বিপ্রোজিত দাসগুপ্ত, তথ্যপ্রযুক্তি বিভাগের সদস্য শ্রী জয়দীপ বিশ্বাস সহ আরও বহু জেলা ও মণ্ডল স্তরের নেতৃবৃন্দ এবং কার্যকর্তাগণ।প্রশিক্ষণ শিবিরে তথ্যপ্রযুক্তি ও সামাজিক মাধ্যম পরিচালনার বিভিন্ন কৌশল, দায়িত্ববোধ, অনলাইন প্ল্যাটফর্মের সঠিক ব্যবহার, ভুয়ো তথ্য মোকাবিলা এবং সংগঠনের বার্তা সঠিকভাবে উপস্থাপনের বিষয়ে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়। অংশগ্রহণকারী কার্যকর্তারা এই প্রশিক্ষণ শিবির থেকে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা ও বাস্তবমুখী দিকনির্দেশনা লাভ করেছেন বলে জানান। উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই ধরনের প্রশিক্ষণ শিবির ভবিষ্যতে পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের বিজেপির সংগঠনকে আরও মজবুত করবে এবং জনসংযোগ ও সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল ও কার্যকর করে তুলবে।


