মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২১ ডিসেম্বর : বাজারিছড়া থানাধীন সলগই বাজারে রবিবার সন্ধ্যায় ঘটে গেল এক চাঞ্চল্যকর ও নাটকীয় ঘটনা। সাপ্তাহিক হাটে মোবাইল চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে এক অজ্ঞাতপরিচয় যুবক। অভিযোগ, চুরির সময় হাতেনাতে ধরা পড়ার পর উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয় প্রত্যক্ষদর্শীদের দাবি, পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে সুযোগ বুঝে জনতার হাত থেকে পালানোর চেষ্টা করে ধৃত মোবাইল চোরটি। সেই সময়ই ৮ নম্বর জাতীয় সড়ক দিয়ে দ্রুতগতিতে আসা একটি চলন্ত বাহনের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ ঘটে। প্রবল ধাক্কায় সে সড়কের পাশেই ছিটকে পড়ে গুরুতর আহত হয়।ঘটনাস্থলেই আহত যুবকের মুখ ও নাক দিয়ে প্রচুর রক্তক্ষরণ হতে দেখা যায়। দুর্ঘটনার পর গোটা সলগই বাজারজুড়ে চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ দ্রুত ঘটনাস্থলে ভিড় জমায়।খবর পেয়ে সলগই বাজার ভিডিপি সম্পাদক মলয় দাস বিষয়টি অবিলম্বে স্থানীয় পুলিশের নজরে আনেন।
ঘটনার খবর পেয়ে বাজারিছড়া থানার ওসি আনন্দ মেধির নির্দেশে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে। পরে তাকে মাকুন্দা লেপ্রসি কাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতের অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকেরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত আহত সন্দেহভাজন মোবাইল চোরের কোনো পরিচয় জানা যায়নি।
এদিকে, এই ঘটনার পর গণপিটুনি ও সড়ক দুর্ঘটনা দু’টি বিষয় নিয়েই পুলিশ তদন্ত শুরু করেছে। তবে আশ্চর্যের বিষয়, ঘটনার এতক্ষণ পরেও এ বিষয়ে থানায় কোনো লিখিত এজাহার দায়ের হয়নি বলে পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে—আইন নিজের হাতে তুলে নেওয়ার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণকে আইন নিজের হাতে না নেওয়ার আহ্বান জানানো হয়েছে।


