ররাক তরঙ্গ, ২১ ডিসেম্বর : মরিগাঁও জেলার লাহরিঘাট ব্লক কংগ্রেস কার্যালয়ে অসম প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশ অনুসারে লাহরিঘাট ও ভুরাগাঁও ব্লক কংগ্রেসের উদ্যোগে বিজেপি সরকারের বিরুদ্ধে ‘জলজীবন প্রকল্প ’-এর ব্যর্থতা ও দুর্নীতির প্রতিবাদে একটি ধর্ণা কর্মসূচি গ্রহণ করা হয়। রবিবার লাহরিঘাট ব্লক কংগ্রেস কার্যালয় থেকে লাহরিঘাট খণ্ড উন্নয়ন চত্বরে অবস্থিত জল যোগান প্রকল্পের কার্যালয় পর্যন্ত কংগ্রেস কর্মীরা হাতে হাতে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে ধরনা কর্মসূচি পালন করেন।
‘বিজেপি সরকার হায় হায়’, ‘বিজেপি সরকার মুর্দাবাদ’, ‘নল আছে জল নেই’ ইত্যাদি বিভিন্ন স্লোগানে ধরনা কর্মসূচির পরিবেশ উত্তাল করে তোলে কংগ্রেস কর্মীরা। আজকের এই ধরনা কর্মসূচিতে কয়েক শতাধিক কংগ্রেস কর্মী উপস্থিত ছিলেন।


