২১ ডিসেম্বর : বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি রীতিমতো উত্তাল বাংলাদেশ। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তথা ছাত্রনেতা ওসমান হাদির মৃত্যুর পর থেকেই উত্তেজনা সৃষ্টি হয় ওপার বাংলায়। এই পরিস্থিতিতে নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হল। এদিকে, ময়মনসিংহের হিন্দু তরুণ দীপুচন্দ্র দাসকে নৃশংসভাবে খুনের ঘটনায় বেড়েছে গ্রেপ্তারির সংখ্যা।
রবিবার আইভ্যাক-এর তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, রবিবার থেকে চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত কার্যক্রম। পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তীতে আবার কেন্দ্রটি চালুর বিষয়ে জানানো হবে বলে উল্লেখ করা হয়েছে ওই বিবৃতিতে। পাশাপাশি সিলেটে ভারতীয় উপদূতাবাস এবং ভিসা আবেদন কেন্দ্রের নিরাপত্তা আরও জোরদার করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সতর্ক রয়েছে বাংলাদেশের নিরাপত্তাবাহিনীও।
এদিকে, বাংলাদেশে উত্তপ্ত পরিস্থিতির মাঝেই ময়মনসিংহে ধর্ম অবমাননার অভিযোগে এক হিন্দু তরুণ দীপুচন্দ্র দাসকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, এরপর তাঁর দেহ গাছের সঙ্গে বেঁধে, তাতে প্রকাশ্যেই আগুন ধরিয়ে দেয় উন্মত্ত জনতা। এই নৃশংস ঘটনা কেবল বাংলাদেশ (Bangladesh) নয়, স্তম্ভিত করে দিয়েছে গোটা বিশ্বের শুভবুদ্ধিসম্পন্ন মানুষকে। এবার সেই ঘটনায় গ্রেফতার করা হয়েছে আরও ২ জনকে। ফলে গ্রেপ্তারির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২। এই ঘটনায় যারা জড়িত ছিল, তাদের সকলের খোঁজেই চলছে তল্লাশি।
পুলিশ সূত্রে খবর, শনিবার রাতেই আশিকুর রহমান (২৫) এবং কাইয়ুম (২৫) নামে ওই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। দুজনের বাড়িই ভালুকার জামিরদিয়া ডুবালিয়াপাড়া এলাকায়। ময়মনসিংহের এক পুলিশ আধিকারিক জানান, গ্রেপ্তার হওয়া দু’জন ঘটনাস্থলে উপস্থিত ছিল। ভিডিও দেখেই তাদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে পৃথকভাবে অভিযান চালিয়ে সাতজনকে র্যাব গ্রেপ্তার করেছিল এবং তিনজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। অন্যদিকে, র্যাবের তরফে সাংবাদিক সম্মেলন করে জানানো হয়েছে, নিহত দীপুচন্দ্র দাস আদৌ ধর্ম অবমাননা করেছিলেন কিনা, সেই নিয়ে কোনও স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীদের এনিয়ে জিজ্ঞাসা করা হলে তাঁরাও সঠিকভাবে কিছু জানাতে পারেননি জানিয়েছেন র্যাবের এক আধিকারিক।
খবর : উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল।


