সোনাইয়ের তেরোটি মাদ্রাসায় কম্বল বণ্টন খোঁজের

বরাক তরঙ্গ, ২১ ডিসেম্বর : সোনাই অঞ্চলের তেরোটি মাদ্রাসাকে কম্বল দিল অগ্রণী বেসরকারি সামাজিক ও ক্রীড়া সংস্থা খোঁজ শিলচর। রবিবার সোনাবাড়িঘাট বাসাতরিয়া হাফিজিয়া মাদ্রাসায় এক অনুষ্ঠানের মাধ্যমে মজিবুর রহমান লস্কর ও নুর এশা লস্কর স্মৃতিতে কম্বল বণ্টন করা হয়। এদিন মাদ্রাসা পরিচালন সমিতির সাধারণ সম্পাদক মওলানা সইফুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ সভায় অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন খোঁজের পক্ষে সাধারণ সম্পাদক সজল লস্কর, অরিজিত গুপ্ত, কমরুল ইসলাম মজুমদার ও বক্তার লস্কর। এ ছাড়া স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন আজিজুর রহমান চৌধুরী, মজনুল হক মজুমদার, আলি আহমদ চৌধুরী ও মওলানা হাবিবুল্লাহ। সবাই খোঁজের এই মহৎ কাজের প্রশংসা করেন।

এ দিন কম্বলপ্রাপ্ত মাদ্রাসাগুলো হল সোনাবাড়িঘাট বাসাতরিয়া হাফিজিয়া মাদ্রাসা, কাজিডহর বালিকা মাদ্রাসা,  চরকি শাহ মোকাম মাদ্রাসা, শিলডুবি তিমখী মোহাম্মদীয়া মাদ্রাসা, কাছাড় বালিকা মাদ্রাসা ধনেহরি, মেনিপুর বালিকা মাদ্রাস, সোনাই আলিয়া মাদ্রাসা, পুনিরমুখ বালিকা মাদ্রাসা, দক্ষিণ কৃষ্ণপুর আহমদিয়া মাদ্রাসা, সৈদপুর বালিকা মাদ্রাসা, বারোহালি মাদ্রাসা, জামিয়া তৈয়ীবিয়াহ উম্মিদিয়াহ সোনাই ও মোহনখালের এক শিক্ষা প্রতিষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাকির হোসেন মজুমদার, আশু চৌধুরী, নাজিম উদ্দিন, রঞ্জু লস্কর, অপু মজুমদার, আকমল লস্কর, হীরা বড়ভূইয়া, আক্তার হোসেন লস্কর প্রমুখ। উল্লেখ্য, প্রতিটি মাদ্রাসাকে দশটি করে কম্বল প্রদান করা হয়। কম্বলগুলো বক্তার লস্কর তাঁর মা-বাবার স্মৃতিতে দান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *