জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২১ ডিসেম্বর : পথকুকুরের কামড় প্রতিরোধ বিষয়ে মহামান্য সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশের প্রেক্ষিতে, শ্রীভূমির আর এস কলেজে শনিবার একটি সচেতনতা ও সংবেদনশীলতা বিষয়ক কর্মসূচি আয়োজন করা হয়েছে। এই উদ্যোগে শিক্ষার্থীদের প্রাণী বা পশু কামড়ের ক্ষেত্রে অবিলম্বে বৈজ্ঞানিক পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিত করা হয়। বিশেষভাবে পথকুকুরের কামড়ের ঘটনা ও জনস্বাস্থ্যজনিত ঝুঁকির উপর আলোকপাত করা হয়। কর্মসূচিতে ইপিডেমিওলজিস্ট সুমিত রায় মূল বক্তা হিসেবে উপস্থিত থেকে প্রি-এক্সপোজার ও পোস্ট-এক্সপোজার প্রোফাইল্যাক্সিস-এর গুরুত্ব ব্যাখ্যা করেন। তিনি রেবিস আক্রান্ত পশুর লক্ষণ, উপসর্গ, আক্রান্ত বা অস্বাভাবিক আচরণকারী কুকুর থেকে দূরে থাকার পরামর্শ এবং সঠিকভাবে রিপোর্ট করার নিয়ম তুলে ধরেন।
তিনি জোর দিয়ে বলেন, সময়ে ভ্যাকসিন নিলে রেবিস শতভাগ প্রতিরোধযোগ্য। অনুমোদিত হাসপাতালে অ্যান্টি-রেবিস ভ্যাকসিন পাওয়া যায় এবং কোনও অবস্থাতেই স্থানীয় ওষুধের দোকান বা অযোগ্য চিকিৎসক (কোয়াক) এর উপর নির্ভর করা যাবে না। তার বক্তব্য অনুযায়ী, যদি কোনও পশু কামড়ায়, প্রথম কাজ হবে সঙ্গে সঙ্গে নিকটবর্তী হাসপাতালে যাওয়া।কর্মসূচিতে কুকুরের কামড় প্রতিরোধের উপায়, নিরাপদ আচরণবিধি এবং আক্রমণাত্মক বা সন্দেহভাজন রেবিস আক্রান্ত পথকুকুরের বিষয়ে প্রশাসনকে অবহিত করার কথাও শেখানো হয়। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ ড. সব্যসাচী রায়, কলেজের বিভিন্ন বিভাগের অধ্যাপক ও কর্মচারী উপস্থিত থাকেন। বিপুল সংখ্যক শিক্ষার্থী সক্রিয়ভাবে আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করে। এতে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক প্রচেষ্টা অব্যাহত থাকবে, যাতে ছাত্রছাত্রীদের নিরাপত্তা, জনস্বাস্থ্য সচেতনতা এবং দায়িত্বশীল সামাজিক আচরণ আরও সুদৃঢ় হয়।


