দামছড়া এলাকায় উচ্ছেদের নোটিশ, আতঙ্কে শতাধিক পরিবার

বরাক তরঙ্গ, ২০ ডিসেম্বর : দক্ষিণ হাইলাকান্দির দামছড়া এলাকায় উচ্ছেদের নোটিশ প্রদানকে ঘিরে তীব্র উদ্বেগ ছড়িয়েছে। খবর অনুযায়ী, আগামী জানুয়ারি মাসে উচ্ছেদ অভিযান শুরু হতে পারে। গত কয়েকদিন ধরে নোটিশপ্রাপ্ত পরিবারগুলোর রাতের ঘুম উবে গেছে। হাড়কাঁপানো শীতে কোথায় আশ্রয় নেবেন—এই আশঙ্কায় শতাধিক পরিবার চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

এই পরিস্থিতির খবর পেয়ে শনিবার দামছড়া এলাকা পরিদর্শনে যান রাইজর দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জহির উদ্দিন। তিনি নোটিশপ্রাপ্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে আশ্বাস দেন এবং বলেন, সাধারণ মানুষের পাশে দাঁড়াতেই রাইজর দল মাঠে নেমেছে। মানুষের ঘর-বাড়ি, ভিটে-মাটি ও জীবনের নিরাপত্তা নিয়ে দলটি দৃঢ়ভাবে অবস্থান নিয়েছে।

জহির উদ্দিন আরও বলেন, উন্নয়নের নামে সাধারণ গরিব মানুষের উচ্ছেদ কখনোই গ্রহণযোগ্য নয়। পুনর্বাসনের নিশ্চয়তা ছাড়া একতরফা উচ্ছেদ মানবাধিকারের চরম লঙ্ঘন। দামছড়ার বহু পরিবার বছরের পর বছর ধরে এখানে বসবাস করে আসছেন। এখানেই তাদের ঘর, সন্তানদের স্কুল, জীবিকা ও জীবনের শেকড় জড়িয়ে আছে। হঠাৎ উচ্ছেদের নোটিশে গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

তিনি বলেন, আজকের এই উপস্থিতি কেবল একটি সফর নয়, বরং সাধারণ মানুষের পাশে থাকার একটি দৃঢ় বার্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *