১৩ নভেম্বর : ভয়াবহ দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু হল পুণে-বেঙ্গালুরু জাতীয় সড়কে। বৃহস্পতিবার বিকেলে ৪৮ নম্বর জাতীয় সড়কের নারহে এলাকায় নবলে সেতুর কাছে এই দুর্ঘটনাটি ঘটে। দ্রুত গতিতে ছুটতে থাকে একটি কনটেইনার ট্রাকের সঙ্গে একাধিক গাড়ির সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ট্রাকটি আগুনে পুড়ে যায়, মুহূর্তের মধ্যেই চারদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক ও বিশৃঙ্খলা। প্রাথমিক তথ্য অনুযায়ী দুর্ঘটনায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে জখম অন্তত ২০ জন। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার ফলে হাইওয়ের ওই অংশ দিয়ে যান চলাচল ব্যাহত হয়। পর ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও দমকল বাহিনী। দমকলই আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনার পর, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ গভীর শোক প্রকাশ করেন। এক্স হ্যান্ডলে পোস্ট করে তিনি দুর্ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ বলে অভিহিত করেছেন। নিহতদের নিকটাত্মীয়দের জন্য ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণও ঘোষণা করেছেন তিনি। মুখ্যমন্ত্রী সমাজমাধ্যমে লেখেন, ‘পুণেতে নতুন সেতুতে দুর্ঘটনায় কিছু লোকের প্রাণহানির ঘটনা অত্যন্ত মর্মান্তিক এবং হৃদয়বিদারক। এই ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি আমি আন্তরিক শ্রদ্ধা জানাই। আমরা তাদের পরিবারের শোক ভাগ করে নিতে চাই। এই দুর্ঘটনায় নিহতদের উত্তরাধিকারীদের ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে।’



