২০ ডিসেম্বর : জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে লাখো মানুষের ঢল নেমেছে।
শনিবার (২০ ডিসেম্বর) সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ মিছিল নিয়ে সংসদ ভবন এলাকায় জড়ো হতে থাকেন।
দীর্ঘ সময় অপেক্ষার পর সকাল সাড়ে ১০টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাধারণ মানুষের প্রবেশের অনুমতি দেয়। নিরাপত্তা নিশ্চিত করতে চীন থেকে আনা আটটি আর্চওয়ে গেট স্থাপন করা হয়। এসব গেট দিয়ে হাজারো মানুষ সুশৃঙ্খলভাবে দক্ষিণ প্লাজায় প্রবেশ করেন। দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শহিদ শরিফ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জানাজায় অংশ নিতে সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকায় মানুষের ভিড় বাড়তে থাকে।
সরেজমিনে দেখা গেছে, সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া এভিনিউ এলাকায় জনসমাগম ঘটেছে। বিভিন্ন দিক থেকে ছাত্র-জনতা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জানাজাস্থলে প্রবেশ করছেন।
নির্ধারিত সময়ের আগেই শহীদ ওসমান হাদির জানাজাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
এদিকে জানাজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। পুলিশের পাশাপাশি র্যাব, আনসার ও সেনাবাহিনীর সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনাস্থলে অবস্থান নিয়েছেন।
জানাজায় অংশ নিতে অপেক্ষমাণ কামরুল হাসান নামে এক প্রবাসী বাংলাদেশি বলেন, ‘হাদি ছিলেন সাহস ও প্রতিবাদের প্রতীক।
এমন একজন মানুষের জানাজায় শরিক হতে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকাও আমাদের কাছে সম্মানের।
আমরা ভেবেছিলাম, তিনি ফিরে এসে রাজপথে আবার নেতৃত্ব দেবেন, কিন্তু আল্লাহ তাকে অন্যভাবে কবুল করেছেন-এই বেদনা ভাষায় প্রকাশ করা কঠিন।’ জানাজারে আগেই পুরো এলাকা মানুষে ভরে গেছে।


