১৯ ডিসেম্বর : ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর পর থেকে উত্তাল বাংলাদেশ। এমন পরিস্থিতিতে ওপার বাংলার খুলনায় দুষ্কৃতীদের হাতে খুন হলেন ইমদাদুল হক মিলন নামে এক সাংবাদিক। ইমদাদুল বাংলাদেশের আড়ংঘাটা প্রেস ক্লাবের সম্পাদক ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা নাগাদ আড়ংঘাটা থানার শলুয়া বাজার এলাকায় ওই সাংবাদিককে লক্ষ্য করে গুলি চালানো হয়। দুষ্কৃতীদের হামলায় গুরুতর আহত হয়েছেন দেবাশিস বিশ্বাস নামে আরও এক ব্যক্তিও। দেবাশিস পেশায় পশু চিকিৎসক। আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত ওসি শাহজাহান আহমেদ ঘটনার কথা স্বীকার করেছেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি চায়ের দোকানে ইমদাদুল ও দেবাশিস বসেছিলেন। সেই সময় দুষ্কৃতীরা ইমদাদুলকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি রয়েছেন দেবাশিস। ঘটনার তদন্ত চলছে।


