পিএনসি, শিলচর।
বরাক তরঙ্গ, ১৭ ডিসেম্বর : ধুবড়ি ও শিলঘাটের মধ্যে যে রাজ্যরানি এক্সপ্রেস ট্রেন বর্তমানে সপ্তাহে তিন দিন চলে, তা সপ্তাহে সাত দিনই চালানোর দাবি জানানো হয়েছে।
উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেআরইউসিসির সদস্য এবং উত্তর-পূর্ব-ভিত্তিক সামাজিক সংগঠন ড. শ্যামা প্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদের সভাপতি হারাণ দে এই মর্মে রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তবকে একটি চিঠি পাঠিয়েছেন।
চিঠিতে, হারাণ দে জেনারেল ম্যানেজারকে রাজ্যরানি ট্রেনটি সপ্তাহে সাত দিন চালানোর ব্যবস্থা করার অনুরোধ জানিয়ে বলেছেন যে যেহেতু ধুবড়ি ও শিলঘাটের মধ্যে সপ্তাহে তিন দিন চলাচলকারী এই ট্রেনটি যাত্রীদের পরিবহন সমস্যা মেটাতে পারছে না তাই এটিকে সপ্তাহে র সাত দিনই চালানো উচিত।


