মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৭ ডিসেম্বর : শ্রীভূমি শহর এলাকায় চোরের দৌরাত্ম্যে চরম আতঙ্কে সাধারণ মানুষ। কয়েকদিন ধরে প্রায় প্রতিদিন রাতেই শহরের বিভিন্ন এলাকায় একের পর এক চুরির ঘটনা ঘটে চলেছে। চুরি-ছিনতাইয়ের ঘটনায় রাতের ঘুম হারাম হয়ে উঠেছে শহরবাসীর। অভিযোগ উঠছে, বারবার চুরির ঘটনা ঘটলেও চোর ধরতে কার্যত ব্যর্থ পুলিশ প্রশাসন। অবশেষে পরিস্থিতিতে অতিষ্ঠ হয়ে নিজেরাই এক চোরকে হাতেনাতে আটক করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয় জনগণ।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে শ্রীভূমি শহরের বিভিন্ন ওয়ার্ড ও প্রধান সড়ক এলাকায় গভীর রাতে চুরি সংঘটিত হচ্ছে। বাড়িঘর থেকে শুরু করে দোকানপাট—কোনো কিছুই রেহাই পাচ্ছে না চোরের হাত থেকে। এতে সাধারণ মানুষের মধ্যে চরম ভয় ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
বুধবার ভোররাতে শ্রীভূমি শহরের লঙ্গাই রোড এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় এক যুবককে স্থানীয়রা আটক করে। জানা গেছে, ওই যুবকের সঙ্গে আরও একজন ছিল, তবে পরিস্থিতি বেগতিক দেখে সে পালিয়ে যেতে সক্ষম হয়। আটক যুবকের দেহ তল্লাশি চালিয়ে তার পকেট থেকে উদ্ধার হয় এক মহিলার চুরি করা সামগ্রী।
পরবর্তীতে স্থানীয়দের জিজ্ঞাসাবাদের মুখে পড়ে যুবকটি ভেঙে পড়ে এবং তার কাছ থেকে আরও বেশ কিছু চুরি করা কাঁসার বাসনপত্র উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সামগ্রী দেখে এলাকাবাসীর সন্দেহ আরও দৃঢ় হয় যে, ওই যুবকটি সাম্প্রতিক সময়ে সংঘটিত একাধিক চুরির ঘটনার সঙ্গে জড়িত।
আটক যুবকের নাম অজিত শব্দকর। সে নিলামবাজার এলাকার বাসিন্দা বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে স্থানীয়রা সঙ্গে সঙ্গে শ্রীভূমি থানায় বিষয়টি জানায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটক যুবকটিকে নিজেদের হেফাজতে নিয়ে যায় এবং থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে।
এদিকে, এলাকাবাসীর অভিযোগ—শহরে পুলিশের টহল ব্যবস্থা আরও জোরদার করা না হলে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আরও বাড়তে পারে। চোরের দৌরাত্ম্য বন্ধ করতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
ঘটনাটি নিয়ে শ্রীভূমি শহরজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এখন দেখার বিষয়, আটক চোরের জিজ্ঞাসাবাদে পলাতক সঙ্গীর খোঁজ পাওয়া যায় কি না এবং শহরের চুরি চক্রের পর্দাফাঁস করতে পারে পুলিশ।


