জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ১৬ ডিসেম্বর : হাইলাকান্দি ডিস্ট্রিক্ট টেরিটোরিয়াল রোড ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এক বিজ্ঞপ্তিতে উত্তর নারাইনপুর চতুর্থ খণ্ডে অবস্থিত নারাইনপুর বাজার থেকে কাঠাখাল বাইপাস পর্যন্ত পূর্ত সড়কের বিভিন্ন জায়গায় কাঠাখাল নদীর ভাঙন দেখা দেওয়ায়, ওই সড়ক দিয়ে সব ধরনের যানবাহন বন্ধ থাকবে বলে এক আদেশ জারি করেছেন।
নারাইনপুর বাজার-কাঠাখাল বাইপাস সড়ক বন্ধ


