১৬ ডিসেম্বর : যুবভারতীকাণ্ডের জেরে ‘নিরপেক্ষ তদন্তের স্বার্থে’ রাজ্যের ক্রীড়ামন্ত্রী পদ থেকে অব্যাহতির ইচ্ছেপ্রকাশ করে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন অরূপ বিশ্বাস। মঙ্গলবার দুপুরে তাঁর একটি হাতে লেখা চিঠি প্রকাশ্যে আসে। যেই চিঠিতে একাধিক বানান ভুল নজরে এসেছে। মুখ্যমন্ত্রীকে ‘দিদি’ বলে সম্মোধন করে লেখা চিঠিতে অরূপ নিজের পদের বানানটাই ভুল করে বসে আছেন। ‘ক্রীড়ামন্ত্রী’ কে ‘ক্রিয়ামন্ত্রী’ হিসেবে উল্লেখ করেছেন অরূপ। শুধু তাই নয়, মন্ত্রীর মাত্র ১২ লাইনের ছোট্ট চিঠিতে ‘ক্রীড়াঙ্গনে’ লিখতে গিয়ে ‘ক্রিয়াঞ্জনে’ লিখেছেন মন্ত্রী। ‘পরিপ্রেক্ষিতে’ হয়ে গিয়েছে ‘পরিপেক্ষিতে’। ‘অব্যাহতি’ হয়ে গিয়েছে ‘অবাহতি’।
রাজ্য মন্ত্রীসভার একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী হঠাৎ এভাবে ভুল বানানে হাতে লেখা চিঠিতে কেন পদত্যাগের ইচ্ছেপ্রকাশ করতে গেলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে অরূপ বিশ্বাসের লেখা চিঠিটি পোস্ট করেছেন। কুণাল প্রথমে জানিয়েছিলেন, সূত্র মারফত তিনি জেনেছেন মুখ্যমন্ত্রী পদত্যাগপত্র গ্রহণ করেছেন। যদিও কিছুক্ষণ পরে তিনি জানান, তাঁর বুঝতে ভুল হয়েছিল। অরূপ বিশ্বাস পদত্যাগের ইচ্ছেপ্রকাশ করলেও মুখ্যমন্ত্রী এনিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।


