জরুরি অবতরণের চেষ্টা, শিল্পাঞ্চলে ভেঙে পড়ল বিমান, হত ১০

১৬ ডিসেম্বর : জরুরি অবতরণের চেষ্টা করা একটি ব্যক্তিগত বিমান ভেঙে পড়ে। এতে অন্তত দশজন নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে সোমবার বিকেলে মেক্সিকোর তোলুকার কাছে একটি শিল্পাঞ্চলে।

ছোট আকারের ওই ব্যক্তিগত জেটটি মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলের আকাপুলকো থেকে তোলুকা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেছিল। দুপুরের দিকে মেক্সিকো সিটির প্রায় ৫০ কিলোমিটার পশ্চিমে মেক্সিকো স্টেটের সান মাতেও আতেনকো পুর এলাকায় বিমানটি ভেঙে পড়ে। কর্মকর্তারা জানান, বিমানটি সম্ভবত কাছাকাছি একটি ফুটবল মাঠে অবতরণের চেষ্টা করছিল। সেই সময় একটি স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানের ধাতব ছাদে আছড়ে পড়ে বিমানটি আগুনে জ্বলে ওঠে।

দুর্ঘটনার পর আগুন ছড়িয়ে পড়লে দমকল বাহিনী আগুন নেভানোর কাজে লড়াই চালায় এবং নিরাপত্তার স্বার্থে আশপাশের এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়—এমনটাই জানিয়েছে প্রশাসন ও সংবাদ সংস্থাগুলি।

মেক্সিকো স্টেট সিভিল প্রোটেকশন কো-অর্ডিনেটর আদ্রিয়ান হার্নান্দেজ এক সাংবাদিক বৈঠকে জানান, দুর্ঘটনার কয়েক মিনিটের মধ্যেই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যায়। তবে দুর্ঘটনার কয়েক ঘণ্টা পর পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে মাত্র দশটি দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রাথমিক ফ্লাইট নথি অনুযায়ী, বিমানটিতে যাত্রী ও ক্রু মিলিয়ে সর্বোচ্চ দশজন থাকতে পারেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা শিনহুয়া।

সান মাতেও আতেনকোর মেয়র আনা মুনিস স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, দুর্ঘটনার অভিঘাতে বড় ধরনের আগুন লাগে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রায় ১৩০ জন বাসিন্দাকে এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়। এখনও পর্যন্ত নিহতদের পরিচয় বা জাতীয়তা প্রকাশ করা হয়নি।

চলতি বছরে মেক্সিকোতে এটি অন্যতম গুরুতর বিমান দুর্ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। কেন এত ব্যস্ত একটি বিমান চলাচল করিডরের কাছে বিমানটি বিমানবন্দরের বাইরে জরুরি অবতরণের চেষ্টা করেছিল, তা নির্ধারণে চলমান তদন্তের ফল অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *