প্রতিবাদে মিলল দুই শিক্ষক, কৃতজ্ঞতা অভিভাবকদের

নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ১৫ ডিসেম্বর : সোনাই প্রাথমিক শিক্ষা খণ্ডের অধীনে রকমুখ এলপি স্কুলে ছাত্র অনুপাতে শিক্ষক কম থাকার বিরুদ্ধে গত পয়লা ডিসেম্বর সরব হয়েছিলেন অভিভাবকরা। এনিয়ে বিভাগীয় কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনকে স্মারকলিপিও প্রদান করা হয়েছিল। ছাত্রছাত্রীদের পড়াশোনার দিক নজর দিয়ে এই স্কুলে দু’জন শিক্ষক নিযুক্ত করে দেওয়ার জন্য শিক্ষা বিভাগ ও রাজ্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিভাবকরা। সোমবার স্কুল প্রাঙ্গণে সাংবাদিক বৈঠক ডেকে একাংশ অভিভাবক বলেন, তড়িঘড়ি স্কুলে শিক্ষকের ব্যবস্থা হওয়ায় পড়াশোনায় গুরুত্ব পেয়েছেন ছাত্রছাত্রীরা। এরজন্য স্কুল ইন্সপেক্টর ও সোনাই বিইইও সহ রাজ্য সরকারকে ধন্যবাদ জানান।

প্রতিবাদের নামে অনাকাঙ্ক্ষিত শব্দ প্রয়োগে কেউ আঘাতপ্রাপ্ত হলে তাঁরা দুঃখপ্রকাশ করেন। এদিন সাংবাদিকদের সামনে বক্তব্য রাখেন অভিভাবক যথাক্রমে তয়ীবুর রহমান বড়ভূইয়া, আব্দুল হান্নান লস্কর, হেপ্পি বেগম লস্কর, সাইদা বেগম লস্কর, রেহানা বেগম লস্কর, তাহেরা বেগম বড়ভূইয়া সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *