বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ভিডিও ঘিরে তীব্র বিতর্ক, আরজেডির কটাক্ষ

১৫ ডিসেম্বর : বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে তাঁকে একটি সরকারি অনুষ্ঠানের মঞ্চে এক মুসলিম মহিলার হিজাব সরাতে দেখা যাচ্ছে। রাজ্যের প্রধান বিরোধী দল রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) তাদের ‘এক্স’ হ্যান্ডেল থেকে ওই ভিডিওটি শেয়ার করে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের মানসিক অবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে। পাশাপাশি আরজেডির দাবি, নীতীশ কুমার এখন “১০০ শতাংশ সংঘ” হয়ে উঠেছেন।

১১ সেকেন্ডের ওই ভিডিওটি শেয়ার করে আরজেডি লিখেছে, “নীতীশজির কী হয়ে গেল? তাঁর মানসিক অবস্থা কি একেবারেই শোচনীয় পর্যায়ে পৌঁছে গেছে, নাকি নীতীশ বাবু এখন ১০০ শতাংশ সংঘী হয়ে গেছেন?”

আরজেডি মুখপাত্র ইজাজ আহমেদ বলেন, “একজন মুসলিম মহিলার মুখ থেকে হিজাব সরিয়ে দেওয়ার ঘটনা এনডিএ সরকারের মুসলিম সম্প্রদায়ের প্রতি দৃষ্টিভঙ্গিকেই স্পষ্ট করে। নীতীশ কুমার এখন বিজেপি ও আরএসএসকে তুষ্ট করার রাজনীতিতে ব্যস্ত। ভারতীয় সংবিধান সব ধর্মের মানুষকে তাদের ধর্মীয় রীতি ও প্রথা পালনের পূর্ণ স্বাধীনতা দিয়েছে।”

উল্লেখ্য, এর আগেও গত আগস্ট মাসে একটি মাদ্রাসার অনুষ্ঠানে টুপি পরতে অস্বীকার করে বিতর্কের জন্ম দিয়েছিলেন নীতীশ কুমার।

এটাই প্রথম নয়, এর আগেও প্রকাশ্য অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে। কয়েক মাস আগে একটি অনুষ্ঠানে তিনি এক আইএএস আধিকারিকের মাথায় ফুলের টব তুলে দেন। চলতি বছরের জানুয়ারিতে মহাত্মা গান্ধীর ৭৭তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য অর্পণের পর হঠাৎ করেই তালি দিতে শুরু করেন তিনি। মার্চ মাসে একটি অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত চলাকালীন নিজের মুখ্য সচিবের সঙ্গে হাসি-ঠাট্টা ও কথা বলতে দেখা যায় তাঁকে। গত বছর দারভাঙ্গায় এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পা ছুঁতে গেলে বিরোধী নেতারা তাঁকে “অসহায় মুখ্যমন্ত্রী” বলে কটাক্ষ করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *