সাতসকালে ভুবনডহর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড,ভস্মীভূত তিনটি দোকান

রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ১৫ ডিসেম্বর : সোমবার সাতসকালেই ভুবনডহর বাজারে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়ায় এলাকাজুড়ে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখায় সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় বাজারের তিনটি দোকান। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা বলে অনুমান করা হচ্ছে।

অগ্নিকাণ্ডে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে বলরাম বর্মনের গালামালের দোকান, ডালিম দাসের ইলেকট্রনিক্সের দোকান এবং অনুপ আচার্যের স্টেশনারি দোকান। প্রত্যক্ষদর্শীদের মতে, হঠাৎ করেই দোকানগুলো থেকে ধোঁয়া উঠতে দেখা যায় এবং দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়, তবে প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ভোরের নীরবতার মধ্যে হঠাৎ আগুন দেখতে পেয়ে স্থানীয়দের মধ্যে হইচই শুরু হয়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল ও পুলিশকে। ধলাই থেকে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনীর দুটি ইঞ্জিন এবং পুলিশ বাহিনীও পৌঁছায়। তবে দমকল বাহিনী পৌঁছানোর আগেই তিনটি দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ধলাইয়ের বিধায়ক নীহাররঞ্জন দাস। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং এই দুঃসময়ে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।  প্রশাসনের সঙ্গে কথা বলে  ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তদন্ত ও সহায়তার বিষয়টি দেখবেন বলে জানান বিধায়ক নীহাররঞ্জন দাস।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *