বরাক তরঙ্গ, ১৪ ডিসেম্বর : রঙিয়া পুলিশের মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ আফিম উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রঙিয়া পুলিশ উদিয়ানা এলাকায় অভিযান চালায়। অভিযানে মন্টুল আলীর বাড়ি থেকে প্রায় ৮৬ কেজি আফিম উদ্ধার করা হয়। পাশাপাশি উদ্ধার হয়েছে নগদ ২৫ লাখ ২৫ হাজার টাকা, যা মাদক ব্যবসার সঙ্গে যুক্ত বলে পুলিশের প্রাথমিক অনুমান।
এই অভিযানে মন্টুল আলীর স্ত্রী জেরিনা বেগমসহ মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতরা দীর্ঘদিন ধরে সংগঠিতভাবে আফিম পাচারের সঙ্গে জড়িত ছিল। উদ্ধারকৃত আফিম স্থানীয় বাজার ছাড়াও রাজ্যের বাইরে পাচারের পরিকল্পনা ছিল বলে সন্দেহ করা হচ্ছে।
খবর পেয়ে ঘটনাস্থলে ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকরাও উপস্থিত হন। উদ্ধার হওয়া মাদক ও নগদ অর্থ জব্দ করে মামলা রুজু করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং এই চক্রের সঙ্গে আরও কারা যুক্ত রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।


