বরাক তরঙ্গ, ১৪ ডিসেম্বর : এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। শিলাপথারের দিপায় শনিবার মাঝরাতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয়।
নিহত দু’জন হলেন অচিন পেগু ও সুশীল দলে। স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে একটি তীব্রগতির চারচাকার গাড়ির সঙ্গে একটি ট্র্যাক্টরের মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।
দুর্ঘটনায় আরও চারজন যুবক গুরুতরভাবে আহত হন। তাঁদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত যানবাহন দুটি জব্দ করে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি এবং নিয়ন্ত্রণ হারানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। এই মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
ছবি সৌজন্যে NEWS8 northeast.


