‘বিশৃঙ্খল’ কলকাতা বনাম ‘শান্তিপূর্ণ’ হায়দরাবাদ! মেসির ভারত সফরের দুই ভিন্ন ছবি

১৪ ডিসেম্বর : ফুটবলের জাদুকর লিওনেল মেসির (Lionel Messi) ভারত সফরের প্রথম পর্ব কলকাতায় চরম অব্যবস্থা ও বিশৃঙ্খলায় শেষ হওয়ার পর, দ্বিতীয় পর্বের অনুষ্ঠান হায়দরাবাদের রাজীব গান্ধি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (Rajiv Gandhi International Cricket Stadium) শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। দুই শহরের ইভেন্টের এই বৈপরীত্য এখন আলোচনার কেন্দ্রে।

শনিবার হায়দরাবাদের স্টেডিয়ামে মেসি তাঁর দীর্ঘদিনের সতীর্থ লুইস সুয়ারেজ (Luis Suarez) এবং রদ্রিগো ডি পলকে (Rodrigo De Paul) নিয়ে অনুরাগীদের সঙ্গে দেখা করেন। স্টেডিয়ামে একটি প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হয়, যা মেসি সাইডলাইন থেকে দেখেন। এরপর মেসি, সুয়ারেজ ও ডি পল শিশুদের সঙ্গে খেলায় অংশ নিয়ে নিজেদের দক্ষতা প্রদর্শন করে দর্শকদের মন জয় করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। আয়োজকদের কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা এবং সুষ্ঠু ব্যবস্থাপনার কারণে হায়দরাবাদের এই ইভেন্টটি ছিল সুশৃঙ্খল এবং সফল।

অপরদিকে, এদিন কলকাতায় মেসির আগমনকে ঘিরে সল্ট লেক স্টেডিয়ামে (Salt Lake Stadium) সৃষ্টি হয় চরম বিশৃঙ্খলা। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও দর্শকরা প্রিয় তারকাকে এক ঝলক দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন।অভিযোগ, তারকাকে দেখতে না পাওয়ার প্রধান কারণ ছিল, নিরাপত্তারক্ষী এবং ভিভিআইপিদের তাঁকে ঘিরে রাখা। গ্যালারি থেকে মেসি কার্যত অদৃশ্য ছিলেন। পরিস্থিতি এতটাই উত্তাল হয়ে ওঠে যে, মেসিকে নির্ধারিত সময়ের আগেই মাঠ ছাড়তে হয়।এই ঘটনার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে মেসির কাছে ক্ষমা চেয়েছেন এবং এই ‘ভয়াবহ অব্যবস্থা’র তীব্র নিন্দা করেছেন।

উল্লেখ্য, মেসি শনিবার ভোর রাত আড়াইটে নাগাদ কলকাতায় পৌঁছান। হোটেলে সংক্ষিপ্ত বিশ্রাম শেষে সকালে স্পনসরদের সঙ্গে একটি রুদ্ধদ্বার বৈঠকে যোগ দেন। ভার্চুয়ালি নিজের ৭০ ফুট উঁচু মূর্তির আবরণও উন্মোচন করেন। সকাল ১১টার কিছু আগে তিনি যুবভারতী ক্রীড়াঙ্গনে পৌঁছান, কিন্তু অব্যবস্থাপনার কারণে দ্রুত সেখান থেকে বেরিয়ে যান তিনি। কলকাতার চূড়ান্ত অব্যবস্থা এবং হায়দরাবাদের সুশৃঙ্খল ইভেন্টের এই তুলনা মেসির ভারত সফরকে যে দুই ভিন্ন অভিজ্ঞতার সাক্ষী করে রাখল, সে কথা বলাই বাহুল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *