বরাক তরঙ্গ, ১২ ডিসেম্বর : সোনাই বারোহালিতে চার চাকা বাহনের সঙ্গে ই-রিকশার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত চালক। ঘটনাটি সংঘটিত হয় শুক্রবার সকালে। জানা গেছে, শিলচরে দিক থেকে আসা নীল রঙের একটি বেলোনো উল্টো দিক থেকে আসা ই-রিকশায় সজোরে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি দোকান ঘরে গিয়ে প্রবেশ করে বেলেনো। এতে ই-রিকশা চালক গুরুতর ভাবে আঘাতপ্রাপ্ত হন।
স্থানীয়রা দুর্ঘটনার বিকট শব্দ পেয়ে ঘটনাস্থলে পৌঁছলে আহত যুবককে সঙ্গে সঙ্গে উদ্ধার করে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। এদিকে, ঘটনার খবর পেয়ে সোনাই থানার সাব-ইন্সপেক্টর আপন পাল সদলবলে ঘটনাস্থলে পৌঁছে রাস্তার উপর পরে থাকা দু’টি বাহন হেফাজতে নেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গুরুতর আহত যুবকের নাম সঞ্জু আলম লস্কর (৪০) তার বাড়ি সোনাই ডুংরিপার গ্রামে। বর্তমানে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।


