এডভেন্ট বড়দিনের ফুটবল ও ভলিবল  প্রতিযোগিতা আসাম রাইফেলসের

বরাক তরঙ্গ, ১২ ডিসেম্বর : আসাম রাইফলসের উদ্যোগে এবং তুইসেন গ্রামের যুব সমাজ ও স্থানীয় নেতৃত্বের সক্রিয় সহযোগিতায় চারদিনব্যাপী ফুটবল ও ভলিবল প্রতিযোগিতা সম্পন্ন হল। শুক্রবার দু’টি প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। মোট ২৬টি দল বিভিন্ন গ্রাম ও সম্প্রদায় থেকে অংশ নেয়। ধর্মীয় বা সামাজিক বিভাজন পেরিয়ে সকলে তাদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য একত্রে উদযাপন করে।

সমাপ্তি অনুষ্ঠানে বিভিন্ন গ্রাম ও সম্প্রদায়ের শিল্পীরা ঐতিহ্যবাহী নৃত্য ও উৎসবের সঙ্গীত পরিবেশন করে অনুষ্ঠানের মাহাত্ম্য বাড়িয়ে তোলে। তুইসেন যুব ক্লাব, হ্মার উইমেন অ্যাসোসিয়েশন, হ্মার যুব সংগঠন এবং বিনুপুরিয়া ঐতিহ্যবাহী নৃত্যশিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা বিশেষভাবে দর্শকদের প্রশংসা কুড়ায়।

বহুমুখী উৎসাহ, বিপুল জনসমাগম ও উৎসবমুখর পরিবেশ পুরো অনুষ্ঠানকে আরও সমৃদ্ধ করে তোলে। সাম্প্রদায়িক সম্প্রীতি, সাংস্কৃতিক গৌরব এবং উৎসবের আমেজ এলাকাবাসীর মধ্যে ঐক্যের বার্তা ছড়িয়ে দেয়।

যুবসমাজের উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং স্থানীয় মানুষের সঙ্গে পারস্পরিক বিশ্বাস আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে আসাম রাইফলস। তুইসেনের এডভেন্ট বড়দিন ক্রীড়া প্রতিযোগিতা সামাজিক সম্প্রীতি, সাংস্কৃতিক ঐক্য এবং উৎসবের মিলনের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল। উল্লেখ্য, ৯ ডিসেম্বর থেকে শুরু হয় এডভেন্ট বড়দিন ফুটবল ও ভলিবল প্রতিযোগিতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *