বরাক তরঙ্গ, ১১ ডিসেম্বর : ১১তম ফ্যালকন ফেস্টিভ্যাল চলতি বছরে অনুষ্ঠিত হতে চলেছে ১২ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত উমরাংসোর মনোরম গল্ফ ফিল্ডে। সঙ্গীত, সংস্কৃতি এবং পরিবেশ সচেতনতার এক প্রাণবন্ত মিশ্রণে পরিপূর্ণ হবে এই উৎসব—এমনটাই জানিয়েছে আয়োজকরা।
উৎসবে বলিউডের শীর্ষস্থানীয় গায়ক-গায়িকাদের উপস্থিতি থাকবে বিশেষ আকর্ষণ হিসেবে।
১২ ডিসেম্বর (উদ্বোধনী দিন) বিশিষ্ট প্লেব্যাক গায়ক বিশাল মিশ্র মঞ্চ মাতাবেন। জানা গেছে, উত্তর-পূর্ব ভারতে এটাই হবে তাঁর প্রথম লাইভ কনসার্ট। ১৩ ডিসেম্বর: তাঁর কোমল কণ্ঠ ও জনপ্রিয় গান দিয়ে শ্রোতাদের মোহিত করবেন শিল্পা রাও। সমাপ্তি দিন
১৪ ডিসেম্বর উৎসবের শেষ দিনে উপস্থিত থাকছেন বলিউডের উদ্যমী ও জনপ্রিয় গায়িকা নিকিতা গান্ধী, যিনি তিন দিনের এই উৎসবকে দুর্দান্তভাবে সমাপ্ত করবেন।
উৎসব কমিটির আহ্বায়কের মতে, বড় মঞ্চের শিল্পীদের পাশাপাশি স্থানীয় প্রতিভা এবং আঞ্চলিক সাংস্কৃতিক পরিবেশনাও উৎসবের অন্যতম আকর্ষণ হবে। মূল ধারার সঙ্গীত ও স্থানীয় সংস্কৃতির সমন্বয়ে এ বছরের তিন দিনের এই মহোৎসব আবারও মুখর করে তুলবে উমরাংসোকে।


