অসম গ্ৰন্থমেলায় সাংস্কৃতিক প্রতিযোগিতায় কৃতিত্ব গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

বরাক তরঙ্গ, ১১ ডিসেম্বর : অসম গ্ৰন্থমেলা ২০২৫-এ অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় অসামান্য কৃতিত্ব প্রদর্শন করেছে গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বন্দে মাতরম গ্রুপ নৃত্য পরিবেশনার মাধ্যমে সেরা পুরস্কার অর্জন করেছে।‌ এই সাফল্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিল্প-সংস্কৃতির প্রতি নিষ্ঠা, প্রতিভা এবং মননশীলতার এক উজ্জ্বল উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় আয়োজক সংস্থা অসম প্রকাশন বোর্ড এবং অল অসম পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স অ্যাসোসিয়েশন শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে গুরুচরণ বিশ্ববিদ্যালয়কে সম্মানসূচক “Certificate of Excellence” বিজয়ীদের হাতে তুলে দেয়।

গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের এই বিজয়ী নৃত্যদলে বিভিন্ন বিভাগের প্রতিভাবান শিক্ষার্থীরা অংশ নেন। তাঁদের মধ্যে ছিল বায়োটেকনোলজি বিভাগের পঞ্চম সেমেস্টারের শ্রীজনী দেব, বাণিজ্য বিভাগের তৃতীয় সেমেস্টারের ময়ূরী ঘোষ, প্রথম সেমেস্টারের সপ্তমী রায়, উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের প্রতিক্ষা দেব এবং গণ জ্ঞাপন বিভাগের পঞ্চম সেমিস্টারের স্বপ্নকথা দত্ত।

গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায় বিজয়ীদের উদ্দেশ্যে বলেন, “এই সাফল্য গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শৃঙ্খলা এবং শিল্প-সংস্কৃতির প্রতি গভীর নিষ্ঠার ফল। তাঁদের এই অর্জন আমাদের বিশ্ববিদ্যালয়ের গৌরব আরও উজ্জ্বল করল। আমি প্রত্যেক অংশ গ্রহণকারীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই”। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পারফর্মিং আর্টস কমিটির কনভেনর ড. উত্তম পালোয়াকে ধন্যবাদ জানিয়ে বলেন, তাঁর দিকনির্দেশনা ও উৎসাহেই এই সাফল্য সম্ভব হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *