১১ ডিসেম্বর : বাংলাদেশের রাজশাহীর তানোরে নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে উদ্ধারের চেষ্টা চলছে ২৬ ঘণ্টা ধরে, কিন্তু এখন পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট রাত–দিন বিরামহীনভাবে কাজ করে ইতোমধ্যে ৪০ ফুট পর্যন্ত মাটি খুঁড়ে ফেলেছে, তবে শিশুটির সন্ধান এখনও মিলছে না।
বুধবার দুপুরে মায়ের সঙ্গে ক্ষেতের আল ধরে হাঁটার সময় হঠাৎ নলকূপ খোঁড়ার জন্য করা গভীর গর্তে পড়ে যায় ৪ বছরের সাজিদ। স্থানীয়দের ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক দিদারুল আলম বলেন, গর্তটির মোট গভীরতা প্রায় ১৫০ থেকে ২০০ ফুট। শিশুটি এর যেকোনও জায়গায় আটকে থাকতে পারে। তিনি আরও জানান, গর্তটি সরু ও লম্বা হওয়ায় ক্যামেরা নামালেও নিচে স্পষ্ট দেখা যাচ্ছে না। মাটি ও খড় ধসে পড়ায় ক্যামেরার দৃশ্যও বাধাগ্রস্ত হচ্ছে।
ঘটনার দিন দুপুরে গর্তের ভেতর থেকে শিশুর কান্নার শব্দ শোনা গিয়েছিল, যা উদ্ধারে আশার সঞ্চার করেছিল। কিন্তু দীর্ঘসময় পেরিয়ে যাওয়ায় স্বজনরা এখন ভীষণ উদ্বেগে আছেন।ফায়ার সার্ভিস শিশুটিকে নিরাপদে উদ্ধার করতে গর্তের পাশেই বড় আকারে মাটি কেটে নিচের দিকে নেমে সমান্তরাল একটি পথ তৈরি করছে। এতে করে শিশুটি যে গভীরতায় থাকতে পারে, সেই স্তরে পৌঁছানো সম্ভব হবে বলে জানানো হয়েছে।
উদ্ধার কাজে অংশ নিয়েছে তিনটি এসকে-এক্সকাভেটর, আটটি ইউনিট এবং বিশেষজ্ঞ সদস্যরা। তাদের মতে, এটি অত্যন্ত সময়সাপেক্ষ ও ঝুঁকিপূর্ণ অভিযান। গর্তের চারপাশে মাটি নরম হওয়ায় অতিরিক্ত সতর্কতা নেওয়া হচ্ছে, যাতে নতুন কোনো ধস নামা ঝুঁকি না থাকে।


