১৩ নভেম্বর : আগুনে পুড়ছে বাংলাদেশ। একদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামি লিগের অনলাইনে ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচি অন্যদিকে প্রতিনিয়ত জ্বলছে যানবাহন সহ স্মৃতিসৌধ আর রেললাইন। শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর সামনে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ করা হয়েছে। এতে সকাল থেকে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
অবরোধকারীরা সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে মিছিল করেন এবং ককটেল বিস্ফোরণ ঘটান বলে জানিয়েছে পুলিশ। এ সময় দুটি যাত্রীবাহী বাস ভাঙচুর করা হয়।
অবরোধের কারণে সকাল ছয়টা থেকে পদ্মা সেতু দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সাড়ে ৮টার পর কিছু যানবাহন পারাপার শুরু হলেও এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ রয়েছে। এতে জাজিরার জমাদ্দার মোড় এলাকায় আধা কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রসুল বলেন, ‘সকাল থেকে সড়কের এক কিলোমিটার পশ্চিমে আন্দোলনকারীরা অবস্থান নিয়েছিলেন। পুলিশ সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তারা ট্রাকে আগুন দেয়।’ তিনি জানান, আটকে পড়া যানবাহনগুলোকে নিরাপত্তা দিয়ে পদ্মা সেতু পারাপারে সহায়তা করা হচ্ছে।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাতের আঁধারে একটি সিএনজি চালিত একটি অটোরিকশায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে অটোরিকশার সামনের, পেছনের ও উপরের বেশ কিছু অংশ পুড়ে যায়। বুধবার রাত সাড়ে ৯ টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালজুঁড়ি এলাকায় যুব উন্নয়ন অধিদফতরের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় থেমে থাকা একটি মালবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকের ভেতরে থাকা মালামালের একটি বড় অংশ পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার ভোর পৌনে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আনারপুরা এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
গোপালগঞ্জে গণপূর্ত বিভাগ ও গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের নিক্ষেপ করা বোমায় আগুন ধরে গণপূর্ত বিভাগের একটি পিকআপ ভ্যান পুড়ে গেছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে গণপূর্ত বিভাগের অফিস ভবনের দেয়াল ও একটি পিকআপ ভ্যানে অন্তত ১০টি পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে পিকআপ ভ্যানে আগুন ধরে যায়। অফিসের নিরাপত্তারক্ষী বিষয়টি টের পেয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
রাজধানীর পল্লবীর সাগুপ্তা সড়কে পার্কিংয়ে থাকা ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিস নামের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বুধবার রাত ১২টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
বরগুনার সার্কিট হাউস মাঠের পূর্ব দিকে স্থাপিত জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পেট্রল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার রাত পৌনে ২টার দিকে সদর উপজেলার দুবলা এলাকায় এ ঘটনা ঘটে।
এতে কিছুসময়ের জন্য চট্টগ্রামগামী তুর্ণা নিশিথা ও একই পথের বিজয় এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে আটকা পড়ে।
আখাউড়া রেলওয়ে থানার ওসি এসএম শফিকুল ইসলাম জানান, দুর্বৃত্তরা রেলাইনের উপর প্লাস্টিকের পাইপে আগুন লাগায়। খবর পেয়ে পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি দুর্বৃত্তরা পালিয়ে গেছে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।
দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসের ভেতরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল পল্লী বিদ্যুৎ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।


