আইপিএল নিলামে অসমের সাদেক হোসেন

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ১০ ডিসেম্বর : এবারের আইপিএল-এর নিলাম পর্বে স্থান করে নিলেন আসামের এক যুবক। আগামী ১৬ ডিসেম্বর সৌদি আরবের জেদ্দা শহরে বসছে এই নিলাম পর্ব। এই পর্বে ১৩৯০ জন ক্রিকেটার নিলামের জন্য নাম নথিভুক্ত করেছিলেন। তবে শর্টলিস্টে টিকেছেন মাত্র ৩৫৯ জন। অসমের খেলোয়াড়দের মধ্যে চমকপ্রদভাবে জায়গা করে নিয়েছেন ডানহাতি পেস বোলার সাদেক হোসেন। টেনিস বল ক্রিকেট থেকে উঠে আসা সাদেক এখন আইপিএল খেলার স্বপ্ন দেখছেন। যদিও তাঁর স্বপ্ন সফল হবে কি না সেটা জানার জন্য ১৬ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।

সদ্য সমাপ্ত সৈয়দ মুস্তাক আলি ট্রফিটি-টোয়েন্টি ক্রিকেটে অসম দল গ্রুপ পর্ব থেকে ছিটকে গেছে। আর এই মুস্তাক আলি ট্রফিতে জাতীয় স্তরে অভিষেক ঘটেছে শিবসাগরের ক্রিকেটার সাদেকের। তিনি লখনউয়ে খেলেছেন মুম্বাই এবং কেরলের সঙ্গে। মুম্বাই ম্যাচে একটি এবং কেরলের বিরুদ্ধে চার উইকেট নিয়েছেন। এরপরই আসামের একমাত্র ক্রিকেটার হিসেবে আইপিএল নিলামে ডাক পেলেন ২৪ বছরের সাদেক। তিনি জানান, রাজ্য সহ রাজ্যের বাইরে তিনি নিয়মিত টেনিসবল ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করে থাকেন। এমনকি ২০২৪ সালে হাইলাকান্দিতে এইচপিএল টুর্নামেন্টে খেলেছিলেন।

শিবসাগর জেলা দলেও কখনও খেলেননি সাদেক। তবে এবার শিবসাগর জেলা ক্রীড়া সংস্থা থেকে যেসব ক্রিকেটারকে রাজ্য দলের জন্য ট্রায়ালে পাঠানো হয় তাদের মধ্যে সাদেকও ছিলেন। সেখান থেকে বরোদায় এক্সপোজার ট্যুরের জন্য নির্বাচিত আসাম দলেও সুযোগ পেয়ে যান। সেখান থেকে ঢুকে পড়েন মুস্তাক আলি ট্রফির জন্য রাজ্য দলে। এছাড়া তিনি দিল্লি ক্যাপিটালসের ট্রায়ালেও অংশগ্রহণ করেছিলেন। মনে করা হচ্ছে, সৌরভ গাঙ্গুলির দলটি তাঁকে পছন্দ করেছে। এবার নিলামে সাদেককে তুলে নেয় কিনা সেটা দেখার। উল্লেখ্য, দিল্লি দলটির দায়িত্বে রয়েছেন সৌরভ।
সাদেক যদিওবা আইপিএলে দল না পান, তাহলেও রাজ্য দলে তাঁর ভবিষ্যৎ অনেকটা সুরক্ষিত হয়ে গেল। কারণ, আইপিএলের নিলামে সুযোগ পাওয়া একজন ক্রিকেটারকে ভবিষ্যতে মর্যাদার কোন দল থেকে কাটছাঁট করতে ভাবতে হবে বাছাই কমিটিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *