বরাক তরঙ্গ, ১০ ডিসেম্বর : শ্রীভূমি জেলার বারইগ্রাম রেল গেটে ঘটে বড় ধরনের দুর্ঘটনা। একটি মালবাহী ট্রেন হঠাৎই রেল গেটের মাঝখানে লাইনচ্যুত হয়ে পড়ে। ফলে গেটের দুই পাশেই দীর্ঘ যানজট তৈরি হয় এবং সম্পূর্ণ বন্ধ হয়ে যায় অসম–ত্রিপুরার অত্যন্ত গুরুত্বপূর্ণ ৮ নম্বর জাতীয় সড়ক। ঘটনাটি বুধবার সকালের।
লাইনচ্যুত বগি সরাতে রেলওয়ে কর্মীরা তৎপরতা শুরু করলেও দীর্ঘ সময় ধরে আটকে থাকে যানবাহন চলাচল। এদিকে ঘটনাটির প্রভাব পড়ে রেল পরিষেবাতেও। আগরতলা–শিলচর রুটসহ আগরতলা থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার যাত্রীবাহী ট্রেনগুলো বিভিন্ন স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে পড়ে।

সড়কপথে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। অন্যদিকে ট্রেন চলাচল বন্ধ থাকায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ যাত্রাপথ জুড়ে অচলাবস্থা তৈরি হয়। পরিস্থিতি স্বাভাবিক হতে দীর্ঘ সময় লাগে।”


