১০ ডিসেম্বর : গোয়ার নাইটক্লাবের ভয়াবহ অগ্নিকাণ্ডের (Goa Nightclub Fire) ঘটনার চারদিন পার। এদিকে, ঘটনার পরই দেশ ছেড়ে থাইল্যান্ডে পালিয়েছেন নাইটক্লাবটির মালিক সৌরভ লুথরা এবং গৌরব লুথরা। তবে এবার ওই নাইটক্লাবেরই অপর এক মালিক অজয় গুপ্তাকে আটক করল পুলিশ।
পুলিশ সূত্রে খবর, পলাতক থাকা অজয়ের বিরুদ্ধেও লুকআউট নোটিশ জারি করা হয়েছিল। এরপর মঙ্গলবার তাঁকে দিল্লি (Delhi) থেকে আটক করে পুলিশ। গোয়া পুলিশের একজন মুখপাত্র জানান, অজয়কে খুঁজতে প্রথমে দিল্লিতে তাঁর বাসভবনে যায় পুলিশের একটি দল। কিন্তু সেখানে তাঁর খোঁজ মেলেনি। এরপরই অজয়ের বিরুদ্ধে লুকআউট নোটিশ (Look-Out Circular) জারি করা হয়। গোয়ায় নিয়ে আসার প্রক্রিয়া সম্পন্ন হলে তাঁকে গ্রেপ্তার করা হবে বলেও জানানো হয়েছে।
অজয় গুপ্তার পাশাপাশি ওই নাইটক্লাবের আরও এক সুরিন্দর কুমার খোসলার নামও উঠে এসেছে। তাঁর বিরুদ্ধেও জারি করা হয়েছে লুকআউট নোটিশ। এদিকে, অভিযুক্ত সৌরভ লুথরা এবং গৌরব লুথরা বর্তমানে ফুকেটে অজ্ঞাতবাসে রয়েছেন। দুজনের বিরুদ্ধেই ইতিমধ্যে ব্লু কর্নার নোটিশ জারি করা হয়েছে। এখনও পর্যন্ত অগ্নিকাণ্ডের ঘটনায় নাইটক্লাবের জেনারেল ম্যানেজার সহ মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এবার আটক করা হল আরও একজনকে। অন্যদিকে, গোয়ায় ‘রোমিও লেন’ আরও একটি নাইটক্লাব রয়েছে লুথরাদের। সেটিও অগ্নি নিরাপত্তা সংক্রান্ত নিয়ম লঙ্ঘন করেছে এবং সরকারি জমিতে অবৈধভাবে নির্মিত হয়েছে বলে অভিযোগ। এরপর মঙ্গলবারই গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের নির্দেশে নাইটক্লাবটি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে।
উল্লেখ্য, গত শনিবার রাতে গোয়ার আরপোরায় জনপ্রিয় ‘বার্চ বাই রোমিও লেন’ নাইটক্লাবে আগুন লাগে। পার্টি চলাকালীন প্রথমে ডান্স ফ্লোরের ছাদে প্রথম আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুনের গ্রাসে চলে আসে নাইটক্লাবটি। অনেকেই পালাতে গিয়ে বেসমেন্টের রান্নাঘরে আটকে পড়েন। ধোঁয়ার জেরে দমবন্ধ হয়েই বেশিরভাগের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। প্রথমে মনে করা হচ্ছিল সিলিন্ডার বিস্ফোরণের জেরে এই অগ্নিকাণ্ড। কিন্তু এখন শোনা যাচ্ছে, ক্লাবের ভেতরে আতশবাজি ব্যবহার করে হয়েছিল। সেই থেকেই এই দুর্ঘটনা। এই অগ্নিকাণ্ডের ঘটনায় নাইটক্লাবটির একাধিক অব্যবস্থা সামনে এসেছে। অন্যদিকে, এই দুর্ঘটনার ৫ ঘণ্টার মধ্যেই দেশ ছেড়ে থাইল্যান্ডে পালান দুই মালিক সৌরভ ও গৌরব। তবে গত সোমবারই ‘অজ্ঞাতবাস’ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি জারি করে নাইটক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনায় শোকপ্রকাশ করেছেন পলাতক মালিক সৌরভ লুথরা। ক্ষতিগ্রস্তদের সব রকম সহযোগিতার আশ্বাসও দিয়েছেন। গোটা ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত।
খবর : উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল।


